সাধারণ মানুষকে হত্যা করে র্যাবের ভুয়া জঙ্গী নাটক।
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২০ মার্চ, ২০১৭, ০১:৫৪:১১ দুপুর
বরিশাল থেকে চরমোনাই এর মাহফিল শেষে ২৭ ফেব্রুয়ারি ফিরে আসার সময় হানিফ মৃধাকে গ্রেপ্তার করে র্যাব-০১। তাকে গ্রেপ্তার করে তার বাসায় আসে। ছয় লাখ সত্তর হাজার টাকা নেয় তার পরিবার থেকে। হানিফের মোটরসাইকেলও আত্মসাৎ করে র্যাব। গত বুধবার সাদা মাইক্রোবাসে করে তার রায়েরবাগের বাসায় আনে। সাথে র্যাব-০১ এর গাড়িও ছিল। এরপর আর তার খোঁজ মিলে নি।
গত শুক্রবার আশকোনায় ভুয়া জঙ্গী হামলায় তাকে এরেস্ট দেখায়। এর ঘন্টাখানেক পরই তাকে খুন করে র্যাব।
বিস্তারিত লিংক দেখুন - https://www.youtube.com/watch?v=pBauWiooinE&app=desktop
বিষয়: বিবিধ
১২৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন