চমৎকার ফর্মুলা! সুবর্ণ সুযোগ কাজে লাগান।
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২১ জুন, ২০১৬, ০৪:২৪:৪৮ বিকাল
মাসজিদুল হারামের ইমাম শাইখ মাহির
রমাদানের শেষ দশ দিনের জন্য এক
চমৎকার আমলের ফর্মুলা দিয়েছেন:
=======================
১) প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান
করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের
মাঝে পড়ে তবে আপনি ৮৪ বছর (১০০০
মাস) পর্যন্ত প্রতিদিন এক টাকা দান
করার সাওয়াব পাবেন। .
২) প্রতিদিন দু' রাকা'আত নফল সালাত
আদায় করুন, যদি দিনটি লাইলাতুল
ক্বদরের মাঝে পড়ে তবে আপনি ৮৪ বছর
(১০০০ মাস) পর্যন্ত প্রতিদিন দু' রাকা'আত
সালাতের সাওয়াব পাবেন। .
৩) প্রতিদিন তিন বার সূরা ইখলাস পাঠ
করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের
মাঝে পড়ে তবে আপনি ৮৪ বছর (১০০০
মাস) পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন
পাঠের সাওয়াব পাবেন । .
তিনি আরও বলেন, উপরের কথাগুলো
মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা
আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও
তাদের আমলের সমান সাওয়াব পাবেন
ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, "ভালো কাজের পথ
প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ
সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর
সাওয়াবে কোনো ঘাটতি হবে
না।..." [মুসলিম ২৬৭৪]
বিষয়: বিবিধ
১৭১১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উত্তম পরামর্শ।
জাজাকাল্লাহু খাইর।
================================
গত ২ দিন ধরে ফেইসবুকে মাসজিদুল হারামের ইমাম শাইখ মাহির বরাদ দিয়ে এই বক্তব্যটি খুব বেশী বেশী প্রচার হচ্ছে। রমাদান মাসের শেষ ১০ দিনের ফজিলতকে কাজে লাগিয়ে অফুরন্ত সাওয়াব অর্জনের চমৎকার এক টেকনিক, যা প্রজ্ঞা ও অসাধারণ ব্যক্তিদের চিন্তুা-গবেষনা ব্যতিত তৈরী হয় না। কারন মহান আল্লাহ বলেন,
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ۞ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
-শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। [আল কাদর ২-৩]
.
কিন্তু ফরমুলাটিতে একটি অসংগতি আমার দৃষ্টিগোচর হয়েছে। ৩টি ফরমুলার প্রতিটিতেই দিনের কথা বলা হচ্ছে, কিন্তু মহান আল্লাহ বলেন,
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
-নিশ্চয় আমি এই কুরআন নাযিল করেছি এক বরকতময় রাতে, আমি তো সতর্ককারী। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় ফায়সালা দেয়া হয়ে থাকে। [সূরা দুখান ৩-৪]
.
মাসজিদুল হারামের ইমাম শাইখ মাহির আরবী বক্তব্য এর অনুবাদ ভুলও হতে পারে। তিনি হয়তো রাতের ইবাদত এর কথাই বলেছেন। বাংলাদেশীরা অনুবাদ করতে রাতের স্থলে ‘প্রতিদিন’ এভাবে অনুবাদ করেছেন। যদিও ২৪ ঘন্টায় যে রাত ও দিন আসে তাকেও সামগ্রিকভাবে প্রতিদিন বলা হয়। তাইবলে উপরোক্ত বক্তব্যকে ২৪ দিনের সাথে মিলিয়ে ফেললে চলবে না। কারন লাইলাতুল ক্বদরের ইবাদত রাতের সাথে খাস এবং সারাদিন নয়; কেননা এই রাতের ফজিলত ফজর পর্যন্ত অব্যাহত থাকে (অর্থাৎ দিনের আমলের ক্ষেত্রে ঐ ফজিলত পাওয়া যাবে না)। মহান আল্লাহ বলেন,
سَلامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
-এই শান্তি ও নিরাপত্তা ফজর পর্যন্ত অব্যাহত থাকে। [আল কাদর ৫]
.
-
!__________________________
কেউ হয়তো বলবেন যে, দিনের স্থলে রাত হলেই তো পুরো বক্তব্য ঠিক হয়ে যায়। আমি বলবো হ্যাঁ তা হয়তো হয় কিন্তু উপরোক্ত কথাগুলি কি সত্যিই মাসজিদুল হারামের ইমাম শাইখ মাহি বলেছেন? আছে কোন ওয়েব লিংক বা অডিও/ভিডিও লিংক ?
নাকি এটা শ্রেফ মিথ্যা প্রচারণা। যাচাই না করে প্রচার করা কি ঠিক হচ্ছে? কারন রাসূল স. বলেছেন-
كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
-কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তাই বলে বেড়ায়। [সহীহ মুসলিম, মোকাদ্দমা হ/৫]
@@@@
সংগ্রহ করেছি মুরীদ ভাই।
মন্তব্য করতে লগইন করুন