‎আল্লাহ ওয়ালাদের মিলনমেলা ঐতিহাসিক‬ চরমোনাই মাহফিলে জিকিরের সাথে যোগদিন।

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০৮:১০ দুপুর

আগামী কাল থেকেই শুরু..।সরাসরি দেখুন



‪#‎আলহামদুলিল্লাহ‬।

‪#‎এখনই‬ লাখ লাখ মুসল্লির জিকিরে মুখরিত হচ্ছে চরমোনাই’র ময়দান।



পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ভাইগণ আগত মুসল্লীদের খেদমতে প্রস্তুত হয়েছে। মুসলিম উম্মাহর রুহানিয়াত অর্জনের এ মার্কাজ চরমোনাই’র ময়দান আজ শুধু গুটি কয়েক লাখ মানুষ নয়; ছড়িয়ে পড়েছে কোটি মানুষের হ্নদয়ে।

‪#‎মাহফিল‬ সরাসরি সম্প্রচার করা হবে -http://www.CharmonaiVS.net এ ঠিকানায়।

‪#‎আমীরুল_মুজাহিদীন‬ এবং ‪#‎নায়েবে_আমীরুল_মুজাহিদীনের‬ মাহফিল প্রতিদিন শুনতে পারবেন-



***২৪ ফেব্রুয়ারি সকাল ১০ টা বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডর সমাবেশ ।

***২৪ ফেব্রুয়ারি - যহোর বাদ উদ্বোধনী বয়ান দিয়ে মাহিফল শুরু হবে ইনশাআল্লাহ (যহোর নামাজ শুরু হবে- ২.০০টা।)।

এবং বাদ মাগিরব।

***২৫ ফেব্রুয়ারি ফজর ও মাগরিব বাদ।

***২৬ ফেব্রুয়ারি ফজর ও মাগরিব বাদ।

***২৭ ফেব্রুয়ারি ফজর বাদ মূল্যবান নসিহত এবং মাহফিলের আখিরি মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে ইনশা আল্লাহ।

***ফজর বাদ মূল্যবান নসিহত পেশ ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন- আমিরুল মুজাহিদ্বীন, হযরত পীর সাহেব হুজুর চরমোনাই।

***২৫ ফেব্রুয়ারি মাগিরব বাদ এবং ২৬ ফেব্রুয়ারি বাদ ফজর বয়ান করবেন-নায়েবে আমিরূল মুজাহিদ্বীন আল্লামা মুফতী সৈয়দ ফয়জুল কারিম সাহেব।

***সময় সূচির মধ্যে বাকি সময় মাহফিল করবেন হযরত পীরসাহেব চরমোনাই।

***এছাড়া আরো মূল্যবান নসিহত পেশ করবেন দেশ-বিদেশ থেকে আগত বিভিন্ন শায়খুল হাদীস,মুফাসসিরেকরাম,ওলামায়েকরাম,পীর-মাশায়েখগণ।

***২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ওলামা ও শুধি সমাবেশ।

***২৬ ফেব্রুয়ারি সকাল ১০টা ছাত্র-জনতা সমাবেশ।

জিকিরের সাথে যোগদিন ,দাওয়াত দিন এবং দু'আ করুন ।



আল্লাহ পাক মাহফিলকে বিশ্ব বাসির হেদায়েতের জন্য কবুল করেন।

বিষয়: বিবিধ

২১৮৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360246
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : জিকির করতে গিয়ে বেশামাল ভক্তদের সামাল দিতে স্বেচ্ছাসেবকদের প্রতি উদাত্ত আহ্বান রইল।
০২ মার্চ ২০১৬ দুপুর ০৩:২২
299238
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আপনিও এই দায়িত্ব পালন করতে চলে আসুন>>>>>>>>>>Broken Heart
360259
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:১০
কুয়েত থেকে লিখেছেন : বেফাক শিক্ষা বোর্ডের অধিনে হাজার হাজার মাদ্রাসা রয়েছে ইত্বেহাদের অধিনেও শত শত মাদ্রাসা রয়েছে এই দুই মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে প্রতি বছর লক্ষাদিক আলেম বের হয়। কিন্তু রেজাল্ট বা ফলাফল কোথায়..? আলেম আর এলম দিয়েকি জান্নাত পাওয়া যাবে..? জান্নাত পাওয়ার পূর্ব সর্তই হলো আল কুরআর এবং নবীজির সুন্নাহকে পরিপূর্ণ ভাবে গ্রহন করতে হবে। সর্বোউত্তর জিকির তেলাওয়াতুল কুরআন আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমিন আপনাকে ধন্যবাদ
০২ মার্চ ২০১৬ দুপুর ০৩:২২
299239
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া।
360268
২৩ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৭
বাকপ্রবাস লিখেছেন : ফেইসবুক ইউটিউবে জিকির করার কিছু ষ্টাইল দেখা যায়, যেগুলো দেখলে চান্দি গরম হয়ে যায়, শুতরাং পাবলিসিটি মার্কা জিকির এর গুষ্ঠি কিলাই
০২ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৩
299240
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : সত্যিকারের জিকির দখলে চান্দি গরম হওয়া খারাপ লক্ষন ।
360270
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪২
০২ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৭
299241
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : তোর আক্বিদার খবর কি ?



কোন কলস থেকে মুটকি পাস করছো ?নাকি জাকির-মতির টিভি থেকে মুটকি হয়েছো ?

দেখ আরবের বড় বড় শায়েখেরা এখন শিরক করতে চরমোনাই চলে এসেছে ।
ওরে মিথ্যুক এখস কি করবি ?
360341
২৪ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৩
হতভাগা লিখেছেন : প্যান্ডেলের বাঁশ বেয়ে ওঠা নামার ইভেন্টটি নিশ্চয়ই আছে ?

এবার কি দেশী পারফরমারদের সাথে কিছু বিদেশীদেরও কি আমরা দেখতে পাব ?
361098
০২ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৯
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : তবে নাস্তিক - মুরতাদ ,ফাসিকদের কে আইক্কাওয়ালা বাশঁ দেওয়া হয়েছে ।আপনার নসিব হয়েছে কি?????

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File