হজ্জ প্যাকেজ অনুমোদন, সর্বনিম্ন খরচ ২লাখ ৭৯ হাজার টাকা

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১১ মার্চ, ২০১৩, ০৪:১০:৩১ বিকাল

কম খরচে হজ্জে যাওয়ার সুযোগ রেখে সরকার হজ্জ প্যাকেজ ২০১৩-এর খসড়া অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবারের হজ্জ প্যাকেজ দু’টি। হজ্জ প্যাকেজে এক হজ্জ যাত্রীদের খরচ হবে কোরবানী বাদে ৩ লাখ ৪৭ হাজার ২৭ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে খরচ হবে কোরবানী ছাড়া ২ লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা। তবে কোরবানীর জন্য ৪৫০ রিয়াল সঙ্গে নিতে হবে।

হজ্জ প্যাকেজ দুটিতেই বিমানভাড়া সমান। এবারে বিমানভাড়া ধরা হয়েছে ১ লাখ ২২ হাজার ৮২৭ টাকা। যা গতবারের চেয়ে কম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ডলারের মূল্য ৮০ টাকা ৫০ পয়সা হিসেবে টাকা নির্ধারণ করা হয়েছে। ডলারের দাম কম বেশি হলে অর্থও কম বেশি হতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এবারের হজ্জ প্যাকেজ একের জন্য খরচ বাড়ছে ৪৩ হাজার ৫২৭ টাকা। অপরদিকে হজ্জ প্যাকে দুইয়ে খরচ কমেছে ২৪ হাজার ৬৫৮ টাকা।”

হজ্জ প্যাকেজ এক জন্য বাড়িভাড়া ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৫১ টাকা। প্যাকেজ দুইয়ের জন্য বাড়িভাড়া ৮২ হাজার ৭৯০ টাকা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বেসরকারি হজ্জ প্যাকেজ সরকারি প্যকেজের চেয়ে কম হতে পারবেনা। কারণ তাতে মান খারাপ হবে।

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File