জনগণের কল্যাণে কাজ করতে না পারলে ক্ষমতায় থাকার অধিকার নেই -পীর সাহেব চরমোনাই
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৬:০৭ সকাল
রাজনীতি জনগণের কল্যাণের জন্য, যে রাজনীতিতে জনগণের কল্যাণ নেই সেই রাজনীতি কারো কাম্য হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, ইসলাম এসেছে সকল অকল্যাণ দূর করে মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে। আমরা ইসলাম মানছি না বলেই দেশে অশান্তি ভয়াবহ রুপ নিয়েছে। সর্বত্র অশান্তি বিরাজ করছে। খুন, গুম, অপহরণ, নারী নির্যাতন, নারী ধর্ষণের সকল রেকর্ড ভঙ্গ করেছে। পীর সাহেব চরমোনাই সকলকে মারামারি, হানাহানি, হিংসা-বিদ্বেষ ছেড়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি অত্যন্ত আক্ষেপ করে বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে ফেলা হয়, কুরবানীর ঐতিহ্য ধ্বংস করতে নির্দিষ্ট স্থানে কুরবানী ও হাটের সিদ্ধান্ত নিয়েছে। যা আসলেই বেদনাদায়ক। তিনি এধরণের সিদ্ধান্ত বাতিল করে ইসলামের কল্যাণে সরকারকে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সিংগাইর উপজেলাস্থ পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আলী আজাদ সাকাফীসহ স্থানীয় উলামায়ে কেরামগণ মূল্যবান বয়ান পেশ করেন।
পীর সাহেব চরমোনাই বলেন, জনগণের দুঃখ দুর্দশা লাঘবের দায়িত্ব সরকারের উপর বর্তায়। কিন্তু সরকার জনগণের দিকে কোনো খেয়াল আছে বলে মনে হয় না। ইতোমধ্যেই গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের সাথে সাথে সর্বত্র জনগণের মধ্যে চরম দুর্ভোগ নেমে এসেছে। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া সামাল দিতে না দিতেই হঠাৎ করে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে সারা দেশে মানুষ চরম নাখোশ। এমতাবস্থায় জনগণের দুঃখ লাঘব করা সরকারেরই দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ কাউকে ক্ষমা করবে না।
এদিকে রাজকীয় সৌদীর আমন্ত্রণে পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই মঙ্গলবার বেলা আড়াইটায় সৌদী এয়ার লাইন্সে ঢাকা ত্যাগ করেন।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমারা সাবই মিলে সৌদি সরকারের বিরুদ্ধ্যে রুখে দারাবো কেন তার আমার ছোট পীর সাহেবকে অপমান করলো।
আমাদের ক্ষমতা সামনেই আসছে।
তোমার পীর আমার পীর চরমোনাই চরমোনাই।
সকল মুরীদ একহও এবার সবাই রুখে দাও।
সাউদির সবাই আমার পীরের মুরীদ এবং খাটিঁ মুরিদ।
জ্ঞানের কথা ভাইয়া একজন জিনিয়াস
সাউদির সবাই আমার পীরের মুরীদ এবং খাটিঁ মুরিদ।
মন্তব্য করতে লগইন করুন