মুসলমানেরা একটু দেখুন,ব্লগ কর্তৃপক্ষ কি নাস্তিকদের সহযোগি!!!

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৩:৪৩ দুপুর

http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/11216/baidan/69107#.Ve0q8n3szIU

একজন আরেকজনের ধর্ম বিদ্বেষি বা বিরোধি হতেই পারে ।তাই বলে কি অন্যের ধর্মে মিথ্যাচারের মাধ্যমে আঘাত করা এবং তার প্রচার বা প্রচারে সহযোগিতা করা কোন রুচিবোধ মানুষ তো দূরের কথা অমানুষেরও কাজ হতে পারে না।

অথচ এই ব্লগে ঘন্টার পর ঘন্টা মিথ্যাচারের মাধ্যমে ইসলামেকে আঘাত করে লেখা গুলি কিভাবে ঝুলে থাকে তা আমাদের বোধগম্য নয়।

আমার কথা হল যদি এই নাস্তিকের লেখা গুলি সত্য হতো ,তাহলেও আমাদের কথা ছিল না।

কিন্তু ,জগন্য এই মিথ্যাচার গুলি কিভাবে ব্লগে আসে আর কর্তৃপক্ষই বা কেন নিরব থাকে আামর বুঝে আসেনা।

মুসলমান হিসাবে এর নিন্দা জানাই ।অবিলম্বে এই নাস্তিকদেরকে ব্যান করার আহবান জানাই।

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340099
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নীতিমালা ভঙ্গ করলেও এই লিখা গুলু থেকে যায় কেমনে??
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১১
281504
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ওদের নীতিমালা নাস্তিকদের জন্য নয়।সেলুকাস।
340100
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১৭
নাবিক লিখেছেন : সহমত, এদের ব্যান করা উচিত।
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১২
281505
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া,মুসরিম হিসাবে আমাদের সকলের প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব।
340111
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৩০
কুয়েত থেকে লিখেছেন : অন্যায় দেখেও যারা নিরব থাকে তারাও অন্যায় কারির সার্পোটার। আপনাকে ধন্যবাদ
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০৬
281515
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : এখনতো নিরবদের সংখ্যাই বেশি দেখছি। তা না হলে ঘন্টর পর ঘন্টা এ নোংড়া পোষ্টটি ব্লগে থাকতে পারে না।
আর আমাদের এ ক্ষুদ্র প্রতিবাদ মনে হয় ব্লগ কর্তৃপক্ষের নযরে পরে না।
আমাদের উচিত ব্লগ কর্তৃপক্ষকে উচিত ভাবে বুঝিয়ে দেওয়া মুসলমান এখন্ও বেচে আছে।
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৩
281568
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাদের অবগতির জন্য বলছি-

৭নং মন্তব্য দেখুন
340128
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৬
সুমন আহমেদ লিখেছেন : ভাল পোস্ট পড়তে রাজি হয়না কেউ। মিথ্যাবাদীটের আর নোংরামী লিখলে ঠিক আছে পঠিত শতবার হয়।
০৭ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৬
281534
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ঠিক বলেছেন । শুকরিয়া।
340156
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
জ্ঞানের কথা লিখেছেন : এই লেডিসের লেখা বন্ধ না করে সরসরি ওকে বন্ধ করা দরাকার।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪২
281664
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ইহা আমাদের জোড়ালে দাবি করা ঈমানি দায়িত্ব মনে করি।
340169
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৬
প্যারিস থেকে আমি লিখেছেন : মডু মামা ঘুমিয়ে আছেন।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪৩
281665
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : মডু মামা মামা ঘুমায় না ,চোখ মেলে ঘুমায় সে আমাদের তামশা দেখতেছে।আশ্চার্য্য না হয়ে পারলাম না।
340196
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাদের অবগতির জন্য বলছি-

আমি ব্যক্তিগতভাবে ব্লগে পোস্ট দিয়েছি,
এডমিনকে মেইল করেছি,
এডমিনের ঘণিষ্ট বন্ধুর মাধ্যমে বলিয়েছি
-
সাময়িক কিছু সুফল দেখেছিলাম,
কিন্তু চূড়ান্ত ফলাফল শূণ্যের কাছাকাছি

সেই দুঃখে-কষ্টে ব্লগে লগইন করা প্রায় ছেড়েই দিয়েছিলাম!

কিন্তু তাতে আমার কোন লাভ হবেনা বুঝলাম!

তাছাড়া এত্তসব হিতাকাঙ্খী প্রিয়জন রেখে দূরে থাকা ঠিক মনে হলোনা!!


তবে এখন দেখলাম আপনার লিংকের পোস্টটি মুছে দেয়া হয়েছে

এডমিন টীমকে ধন্যবাদ!!


কিন্তু এবারেও যদি আগের মতই সাময়িক সান্ত্বনাবটিকা হয় তবে সেটি হবে আরো দুঃখজনক!!

আশা ও দাবী করি যেন তেমনটি না হয়!!
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪১
281663
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : এলেখাটি যখন মুছেে দিয়েছে ,তখন না মুছলেও সমস্যা ছিল না।কারন তা ততক্ষন প্রথম পাতা অতিক্রম করেছে।অত্যান্ত ব্যাথিত কর্তপক্ষের এ নোংড়ামির কারনে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File