আল্লাহর মদদ প্রাপ্ত এক রিকশা্ওয়ালা

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২৯ আগস্ট, ২০১৫, ০২:৩৩:০১ দুপুর

হত দরিদ্র এক রিক্সাওয়ালা,

কোন রকম খেয়ে পড়ে বেচে আছে। সারাদিন রিক্সা চালায়, নামাযের সময় নামায পড়ে, রোজার সময় রোজা রাখে।

রিক্সা চালিয়ে দৈনিক যা আয় করে তাই দিয়েই সংসার চলে যায়। এভাবেই চলছিল তার দিনকাল। একদা মসজিদের মিম্বারে হজ্বের ফজিলত শুনে তার দিলটা ঢুকরে ওঠে ! আল্লাহ তায়ালা তাকে সামর্থ দেন নি, কিন্তু নিয়্যত করতে তো দোষ নেই !

সে নিয়্যত করলো, যেভাবেই হোক সে একবারের জন্য হলেও বাইতুল্লাহ দর্শনে যাবে। প্রতি বছর হজ্ব মৌসুম এলেই তার বুকে অজানা কষ্টের ঢেউ খেলে যেতো।

সে করলো কি, নিয়্যত করার পর থেকে রিক্সা চালিয়ে দিনের প্রথম যে টাকাটা পেতো তা সে হজ্বের নিয়্যতে জমা করতো।

দেখতে দেখতে আবারো হজ্ব মৌসুম চলে আসলো, আবার সেই চেনা কষ্টের ঝড় তার হৃদয়ে বইতে শুরু করলো। একদিন সকালে রিক্সা নিয়ে বেরিয়ে প্রথম যে যাত্রী পেলো তিনি ছিলেন একজন মাওলানা এবং একটা হজ্ব এজেন্সীর মালিক। মাওলানা সাহেব গন্তব্যে পৌছে ভাড়া দিতেই রিক্সাওয়ালা "আল্লাহ" বলে একটা দীর্ঘশাষ দিয়ে টাকাটা পকেটে রাখলো।

তার আল্লাহ বলার মধ্যে একাগ্রতা, কষ্ট ও হৃদয়ের ব্যকুলতা দেখে মাওলানা সাহেব জানতে চাইলেন

- কোন সমস্যা ভাই?

.... না হুজুর, কোন সমস্যা নেই।

- তাহলে এভাবে আল্লাহকে ডাকলেন যে?

... এমনিতেই, আপনার সময় বয়ে যাচ্ছে, আপনাকে বলে লাভ নেই।

- না বলুন, কি হয়েছে আপনার?

... হুজুর এসব শুনে কোন লাভ নেই, আপনার দেরি হয়ে যাচ্ছে।

- নাহ, আমাকে শুনতেই হবে ! বলুন...

মাওলানা সাহেবের পীড়াপিড়িতে অবশেষে বলতে বাধ্য হলেন উনার হৃদয়ের বাসনার কথা।

... মাওলানা সাহেব উনার একটা কার্ড ধরিয়ে দিয়ে বললেন, আপনার কাছে যত টাকা জমা হয়েছে তা নিয়ে চলে আসবেন আমার এখানে। আপনার পাসপোর্ট ভিসা, যাতায়াত সব কিছুর ব্যবস্থা করে দেবো !

রিক্সাওয়ালার বিশ্বাস হলো মাওলানা সাহেবের কথাটা। তাই পরের দিনই তার জমানো টাকা নিয়ে মাওলানা সাহেবের সাথে দেখা করলেন। তিনি তার পাসপোর্ট, ভিসা, যাতায়াত সহ যত টাকা লাগে সব ব্যবস্থা করে দিলেন। সেই সাথে এক রিক্সাওয়ালার হজ্বে যাওয়ার স্বপ্ন পূরন হলো। সে যখন হজ্ব থেকে ফিরলো, তখন মাওলানা সাহেব তার হাতে তার জমাকৃত টাকা ধরিয়ে দিয়ে বললো,

- এই নাও তোমার জমানো টাকা !

রিক্সাওয়ালা বেচারা গড় গড় করে চোখের পানি ছেড়ে দিলো !

আল্লাহ তায়ালা মানুষের ইখলাস দেখেন, নিয়্যত দেখেন। কেউ যখন ইখলাসের সাথে কোন নিয়্যত করে, দুনিয়ার হিসেবে সে চাহিদা পূরনে অসম্ভব মনে হলেও আল্লাহ তায়ালা তা অবশ্যই অবশ্যই পুরা করে দেন।

আল্লাহ তায়ালা আমাদের ইখলাস ওয়ালা হিসেবে কবুল করুন। আমীন।

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338415
২৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৫
আফরা লিখেছেন : খুব ভাল লাগল একেবারে আনন্দে আমার চোখে পানি এসে পরেছে ।

২৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৭
279900
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া ,এভাবে আল্লাহর মদদ আসে ।আসলে আমরা এভাবে চাইতে পারি না।এমন দিলও আমাদের নাই।
আহ ! কত সুন্দর আল্লাহর কুদরত।Praying
338422
২৯ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
২৯ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৩
279904
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম ওরাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ ।
338434
২৯ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সুন্দর ও শিক্ষনীয় বিষয় নিয়ে লিখেছেন! মহান আল্লাহ আমাদের সকলের নিয়্যতকে সহীহ করে দিন! ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ লেখককে!
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৯
280225
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম ওরাহমাতুল্লাহ।আমিন। জাযাকাল্লাহ ।
338446
২৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আল্লাহতায়লা মানুষের ভাল ইচ্ছা পূরন করে দেন।
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৯
280226
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া ,এভাবেই আল্লাহর মদদ আসে আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি।
338461
২৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২১
আওণ রাহ'বার লিখেছেন : হৃদয়ে বায়তুল্লাহর মুসাফির প্রাণে বাজে কত কথা!
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১০
280227
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আল্লাহ তুমি আমাদেরকে কবুল কর মাওলা।Praying
338468
২৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
শেখের পোলা লিখেছেন : আমিন৷
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১০
280228
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আল্লাহ তুমি আমাদেরকে কবুল কর মাওলা।Praying
338905
৩১ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৫
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৪
281495
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File