আমি তো তাদেরকে নির্দেশ দিয়েছি, তারা যেন প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে *****************************************************************************

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১০ আগস্ট, ২০১৫, ০২:৫৭:২৫ দুপুর



হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উসমান (রা) এর খিলাফতকাল পর্যন্ত জীবিত ছিলেন। তিনি যখন অন্তিম রোগ শয্যায়, তখন উসমান (রা) একদিন তাকে দেখতে গেলেন। তিনি জিজ্ঞেস করলেনঃ

— আপনার অভিযোগ কীসের বিরুদ্ধে?

— আমার পাপের বিরুদ্ধে।

— আপনার চাওয়ার কিছু আছে কি?

— আমার রবের রহমত বা করুণা।

— বহুবছর যাবত আপনার ভাতা নিচ্ছেন না, তাকি আবার দেয়ার নির্দেশ দেব?

— আমার কোন প্রয়োজন নেই।

— আপনার মৃত্যুর পর আপনার কন্যাদের প্রয়োজনে আসবে।

— আপনি কি আমার কন্যাদের দারিদ্রের ব্যাপারে ভীত হচ্ছেন? আমি তো তাদেরকে নির্দেশ দিয়েছি, তারা যেন প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে। কারণ আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ “যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা আল-ওয়াক্কিয়া পাঠ করবে, কখনো দারিদ্র তাকে স্পর্শ করবে না।”

দিনশেষে রাত্রি নেমে এলো, আব্দুল্লাহ ইবন মাসউদ তার রফীকে আলা-শ্রেষ্ঠতম বন্ধুর সাথে মিলিত হলেন। খলীফা উসমান তাঁর জানাযার নামায পড়ান এবং হযরত উসমান ইবন মাজউনে রাদিয়াল্লাহু আনহু এর পাশে তাঁকে সমাহিত করা হয়।

//

**আসহাবে রাসূলের জীবনকথা (প্রথম খন্ড)

বিষয়: বিবিধ

১৩৭৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334929
১০ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৭
অনেক পথ বাকি লিখেছেন : ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ারের জন্য
১০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৮
276952
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া
334946
১০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২২
নাবিক লিখেছেন : ধন্যবাদ
১১ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৫
277062
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া
334948
১০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
জ্ঞানের কথা লিখেছেন : এই হাদীসের সনদ কি সহীহ? ভাই।
১১ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৬
277063
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আসহাবে রাসূলের জীবনকথা

থেকে নেওয়া হয়েছে।
১১ আগস্ট ২০১৫ দুপুর ১২:০১
277094
জ্ঞানের কথা লিখেছেন : সনদের কথা বলেছি! সনদের অবস্থা সম্পর্কে জানতে চাই ভাই।
334981
১০ আগস্ট ২০১৫ রাত ০৯:০০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হাদীসে উৎস সম্পর্কে অবশ্যই লেখা দরকার। ধন্যবাদ,,
১১ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৭
277064
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আমি উৎস দিয়ে দিয়েছি।শুকরিয়া।
১১ আগস্ট ২০১৫ সকাল ১১:১৩
277080
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মিয়াজী ভাই, ধন্যবাদ। আমি বলতে চেয়েছি এই উৎস্ না। কো হাদীস গ্রন্থ সেটা?
আসহাবে রাসূলের জীবন কথা তো ভাল বই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File