সিটি নির্বাচনের বাতাস বয়ে যাক ইসলামী জাগড়নের প্রথম যাত্রা !

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০১ এপ্রিল, ২০১৫, ০৩:০৬:৪৬ দুপুর

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে

ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত দক্ষিণ

মেয়র প্রার্থী ‪#‎আলহাজ্ব‬ আব্দুর রহমান ও উত্তর

মেয়র প্রার্থী ‪#‎অধ্যক্ষ‬ মাওলানা শেখ ফজলে বারী

মাসউদ-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।



‪#‎মানব‬ রচিত সকল মতবাদ পরিহার করে ইসলাম ,

দেশ ও মানবতার রক্ষার লক্ষ্যে ইসলামী আন্দোলনের

মনোনীত প্রার্থীকে আপনার মূল্যবান রায় দিয়ে ঈমানী

দায়িত্ব পালন করুন।

বিষয়: রাজনীতি

৮০৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312244
০১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২১
অপ্রিয় সত্য কথা লিখেছেন : মা-শা আল্লাহ ।
312245
০১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ভালো কথা। গণতন্ত্র নাকি হারাম। তা গণতন্ত্র মেনে নির্বাচনে অংশ নিয়ে ভোট দাবি করেন কেন আপনাদের পীরসাব আর আপনারা?

পীরসাব এর ফতওয়া কি বলে?
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৩
253490
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : প্রচলিত গনতন্ত্রকে এখনও হারামই বলি।বাকি আমরা ভোটের জন্য নির্বাচন করিনা।বরং একটি ইসলামী বিপ্লবের পথ ত্বরম্বিত করতেই শুধু আমাদের লোকদেরকে ভিন্ন এবং একত্রিত করতেই আমাদের এই নির্বাচনে যোগ দেওয়া।
312635
০৩ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নিজেরা করলে পূণ্যি আর অন্যেরা করলে হারাম। Big Grin Big Grin Big Grin Cook Cook Give Up Give Up Hot Hot
০৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৭
254230
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আপনার ভূল ধারনা ।হারাম মতাবেক করলে হারামই ।কুরআন-হাদিসের আলেকে করলে হারাম হবার কোন কারন নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File