একেই‬ বলে তাকওয়া !

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:০৮:৩৫ দুপুর

একদা আব্দুল্লাহ বিন উমর (রাঃ) মদীনার উপকন্ঠে বের হলেন। তখন তাঁর সাথে তাঁর কিছু সাথীরাও ছিল। সাথীরা খাবারের জন্য দস্তরখানা বিছাল, তখনই ঐদিক দিয়ে এক রাখাল অতিক্রম করছিল। ইবনে উমর (রাঃ) তাকে বললেন, হে রাখাল! এসো আমাদের সাথে বসে তুমিও কিছু খাও... ও পান কর। রাখাল বলল, আমি রোযাদার, ইবনে উমর (রাঃ) বললেন, এমন প্রচন্ড গরমের দিনে তুমি রোযা রাখছ যখন আবহাওয়া অত্যান্ত গরম এবং এ পাহাড়ে তুমি বকরী চরাচ্ছো। রাখাল বলল, হ্যাঁ আমি ঐ শূন্য দিনের প্রস্ততি নিচ্ছি যখন আমল করার সুযোগ থাকবেনা, তাই আমল করে নিচ্ছি। ইবনে উমর (রাঃ) রাখালের আল্লাহ ভীতি পরীক্ষা করার জন্য তাকে বললেন, তুমি তোমার এই বকরীর পাল থেকে একটা বকরী বিক্রি করবে? আমরা নগদ মুল্যে তা কিনব এবং তোমার ইফতারের জন্য এখান থেকেও গোশতও দিব। রাখাল বলল, এ বকরীর পাল তো আমার নয়, যে আমি তা থেকে বিক্রি করব, বরং তা আমার মালিকের তাই আমি এখানে হস্তক্ষেপ করতে পারব না। ইবনে উমর (রাঃ) বললেন, তোমার মালিক যদি কোন বকরী কম পায় তাহলে বলবে একটি বকরী হারিয়ে গেছে ।তখন সে আর কোন কিছু বলবেনা। কেননা পাল থেকে দু একটা বকরী পাহাড়ে হারিয়েই থাকে। একথা শুনা মাত্র রাখাল ইবনে উমর (রাঃ) এর নিকট থেকে বের হয়ে গেল এবং স্বীয় আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলল, আল্লাহ কোথায়? যখন রাখাল চলে গেল তখন ইবনে উমর (রাঃ) এ বাক্যটি বারবার বলতে লাগলেন আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? যখন আব্দুল্লাহ বিন উমর (রাঃ) মদীনায় ফেরত আসলেন তখন রাখালের মালিকের নিকট নিজের লোক পাঠিয়ে তার কাছ থেকে ঐ বকরীর পাল সহ রাখালকে কিনে নিলেন, আর তাকে মুক্ত করে দিয়ে বকরীর পাল তাকে দান করে দিলেন।

--সুনানে বাইহাকী ,হাদিসঃ৫২৯১,উসদুল গাবাহ হাদিশঃ ৩০৮৬ ।

বিষয়: বিবিধ

১০০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304625
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪২
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। আরো বেশী বেশী শেয়ার করুন
১৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৬
246408
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া।
304668
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো সুন্দর হাদীস বর্ণনা পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।
০৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:২৭
248514
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File