আল্লাহ ওয়ালাদের মিলন মেলা ঐতিহাসিক চরমোনাই মাহফিলের জিকিরের সাথে যোগদিন। আগামী ২৪,২৫ ও ২৬ ফেব্রয়ারী ২০১৩ইং রোজ:রবি , সোম ও মঙ্গল বার।

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪৮:০০ রাত



আগামী ২৪,২৫ ও ২৬ ফেব্রয়ারী ২০১৩ইং রোজ: রবি , সোম ও মঙ্গল বার।

আলহামদুলিল্লাহ।

এখন থেকে লাখ লাখ মুসল্লির জিকিরে মুখরিত হচ্ছে চরমোনাই’র ময়দান।

সারা দুনিয়া থেকে সরাসরি দেখা যাবে http://www.CharmonaiVS.net

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ভাইগণ আগত মুসল্লীদের খেদমতে প্রস্তুত হয়েছে। মুসলিম উম্মাহর রুহানিয়াত অর্জনের এ মার্কাজ চরমোনাই’র ময়দান আজ শুধু গুটি কয়েক লাখ মানুষ নয়; ছড়িয়ে পড়েছে কোটি মানুষের হ্নদয়ে।

Good Luckমাহফিল সরাসরি সম্প্রচার করা হবে- http://www.CharmonaiVS.net এ ঠিকানায়। Good Luck

Rose Rose Roseএবং আমাদের সাথে ফেসবুকে সরাসরিও দেখতে পাবেন http://www.facebook.com/CharmonaiVS/app_196506863720166 এ ঠিকানায়। Rose Rose Rose

আমীরুল মুজাহিদীন এবং নায়েবে আমীরুল মুজাহিদীনের মাহফিল প্রতিদিন শুনতে পারবেন-

Good Luck২৪ ফেব্রয়ারী যহোর বাদ উদ্বোধনী বয়ান দিয়ে মাহিফল শুরু হবে ইনশাআল্লাহ। এবং বাদ মাগিরব।যহোর নামাজ শুরু হবে- ২.০০টা।

Good Luck২৫ ফেব্রয়ারী ফজর ও মাগরিব বাদ।

Good Luck২৬ ফেব্রয়ারী ফজর ও মাগরিব বাদ।

Good Luck২৭ ফেব্রয়ারী ফজর বাদ মূল্যবান নসিহত এবং আখিরি মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে ইনশা আল্লাহ।ফজর বাদ মূল্যবান নসিহত পেশ ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন- আমিরুল মুজাহিদ্বীন, হযরত পীর সাহেব হুজুর চরমোনাই।

Good Luck Rose২৫ ফেব্রয়ারী মাগিরব বাদ এবং ২৬ ফেব্রয়ারী বাদ ফজর বয়ান করবেন-নায়েবে আমিরূল মুজাহিদ্বীন আল্লামা মুফতী সৈয়দ ফয়জুল কারিম সাহেব। Rose Good Luck

Rose Rose Roseসময়সূচির মধ্যে বাকি সময় মাহফিল করবেন হযরত পীরসাহেব চরমোনাই। Rose Rose Rose

Good Luck Rose Good Luck

এছাড়া আরো মূল্যবান নসিহত পেশ করবেন দেশ-বিদেশ থেকে আগত বিভিন্ন শায়খুল হাদীস,মুফাসসিরেকরাম,ওলামায়েকরাম,পীর-মাশায়েখগণ।

Good Luck Rose Good Luck

Rose Rose Rose২৫ ফেব্রয়ারী সকাল ১০টা ওলামা ও শুধি সমাবেশ। Rose Rose Rose

Rose Good Luck Rose২৬ ফেব্রয়ারী সকাল ১০টা ছাত্র-জনতা সমাবেশ। Rose Good Luck Rose

বিষয়: বিবিধ

১২৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File