আল্লাহ ওয়ালাদের মিলন মেলা ঐতিহাসিক চরমোনাই মাহফিলের জিকিরের সাথে যোগদিন। আগামী ২৪,২৫ ও ২৬ ফেব্রয়ারী ২০১৩ইং রোজ:রবি , সোম ও মঙ্গল বার।
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪৮:০০ রাত
আগামী ২৪,২৫ ও ২৬ ফেব্রয়ারী ২০১৩ইং রোজ: রবি , সোম ও মঙ্গল বার।
আলহামদুলিল্লাহ।
এখন থেকে লাখ লাখ মুসল্লির জিকিরে মুখরিত হচ্ছে চরমোনাই’র ময়দান।
সারা দুনিয়া থেকে সরাসরি দেখা যাবে http://www.CharmonaiVS.net
পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ভাইগণ আগত মুসল্লীদের খেদমতে প্রস্তুত হয়েছে। মুসলিম উম্মাহর রুহানিয়াত অর্জনের এ মার্কাজ চরমোনাই’র ময়দান আজ শুধু গুটি কয়েক লাখ মানুষ নয়; ছড়িয়ে পড়েছে কোটি মানুষের হ্নদয়ে।
মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে- http://www.CharmonaiVS.net এ ঠিকানায়।
এবং আমাদের সাথে ফেসবুকে সরাসরিও দেখতে পাবেন http://www.facebook.com/CharmonaiVS/app_196506863720166 এ ঠিকানায়।
আমীরুল মুজাহিদীন এবং নায়েবে আমীরুল মুজাহিদীনের মাহফিল প্রতিদিন শুনতে পারবেন-
২৪ ফেব্রয়ারী যহোর বাদ উদ্বোধনী বয়ান দিয়ে মাহিফল শুরু হবে ইনশাআল্লাহ। এবং বাদ মাগিরব।যহোর নামাজ শুরু হবে- ২.০০টা।
২৫ ফেব্রয়ারী ফজর ও মাগরিব বাদ।
২৬ ফেব্রয়ারী ফজর ও মাগরিব বাদ।
২৭ ফেব্রয়ারী ফজর বাদ মূল্যবান নসিহত এবং আখিরি মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে ইনশা আল্লাহ।ফজর বাদ মূল্যবান নসিহত পেশ ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন- আমিরুল মুজাহিদ্বীন, হযরত পীর সাহেব হুজুর চরমোনাই।
২৫ ফেব্রয়ারী মাগিরব বাদ এবং ২৬ ফেব্রয়ারী বাদ ফজর বয়ান করবেন-নায়েবে আমিরূল মুজাহিদ্বীন আল্লামা মুফতী সৈয়দ ফয়জুল কারিম সাহেব।
সময়সূচির মধ্যে বাকি সময় মাহফিল করবেন হযরত পীরসাহেব চরমোনাই।
এছাড়া আরো মূল্যবান নসিহত পেশ করবেন দেশ-বিদেশ থেকে আগত বিভিন্ন শায়খুল হাদীস,মুফাসসিরেকরাম,ওলামায়েকরাম,পীর-মাশায়েখগণ।
২৫ ফেব্রয়ারী সকাল ১০টা ওলামা ও শুধি সমাবেশ।
২৬ ফেব্রয়ারী সকাল ১০টা ছাত্র-জনতা সমাবেশ।
বিষয়: বিবিধ
১২৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন