৫,৬ ও ৭ মার্চ চরমোনাই ঐতিহাসিক মাহফিল

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০১ মার্চ, ২০১৪, ০৭:১৬:৪৪ সন্ধ্যা



আল্লাহর শুকরিয়া !

চরমোনাইর মাহফিল একেবারে কাছে চলে এসেছে ।

সারাদেশ যেন একটি ভিন্ন রুপ দারন করেছে ।

আর দেরি ভাল লাগে না ।:-)

কিন্তু না ! আমিযে কর্মস্হলে বন্দী !Cool

আমাকে ৪ তারিখে রওনা দিতে হবে !!!

বন্ধু ! আপনি রেডি তো ?

অনন্ত একটি বার হলেও চরমোনাই মাহফিলে আসুন ।

৫,৬,৭ মার্চ চরমোনাই মাহফিলের দাওয়াত রহিল ।

আগামী ৫, ৬ ও ৭ মার্চ’১৪

ঐতিহাসিক চরমোনাই বার্ষিক

মাহফিলে যোগ দিন সফল করুন।

সরাসরি সম্প্রচার:

http://www.charmonaivs.net/live

বিষয়: বিবিধ

১৮৯৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185053
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
বিন হারুন লিখেছেন : ধন্যবাদ
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
136993
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া,আপনাকেও মোবারকবাদ।
185056
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
136994
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া,আপনাকেও মোবারকবাদ।
185066
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বিরাট ইছালে ছাওয়াব সভা। Big Grin আমার বাসা থেকে অনেক দুরে
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
136995
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : Waiting Waiting :Thinking :Thinking :Thinking
185071
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
ইমরান ভাই লিখেছেন :





আরোও বিস্তারিত এখানে চরমনাই পীরের আশেক মাশুক...
০১ মার্চ ২০১৪ রাত ০৮:১০
137013
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আহারে আমার আহলে হদস ভাই!থলিতে বুঝি এইটুকু নিয়ে বসে আছো।
তোমার এই অপপ্রচারের জবাব কতবার দিলাম!!!
কিন্তু আল্লাহ যাকে গোমড়া করে কে তাকে পথ দেখায়।
সাহস থাকলে আসো।কতক্ষন একটু বহস করি।কবে কখন করবে।জানান।
০২ মার্চ ২০১৪ সকাল ০৮:৩৫
137261
ইমরান ভাই লিখেছেন : উপরে স্পস্ট কুফরির কথা দেয়া আছে এর পর আর বাহাসের দরাকার হয়না।

নিশ্চই আল্লাহই পথ দেখানোর মালিক।
০২ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৪
137368
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : সৎ সাহস থাকলে না হয় সাহস করবেন।উদ্দেশ্য হয়েছে মুসলমানদের মধ্যে বিভেদ সৃস্টি করে প্রভূদের খুশি করা।
০২ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৪
137395
ইমরান ভাই লিখেছেন : ভেদে মারেফত তো আর আমি লিখিনাই ভাইজান। লিখেছেন আপনার দাদা পীর। তাই তার রুহ নিয়ে আসার কুফরি আকিদাতো স্পস্ট। এর চেয়ে আর কি থাকতে পারে বলেন।

"কুম বিইজনি" এই কথার আকিদা পোষন করা মানুষ কে আপনি কি বলবেন???

ইসা (আ) ও বলেছিলেন "কুমবিইজনিল্লাহ" অর্থ: আল্লাহর হুকুমে দারিয়েযাও।

আর আপনার দাদা পীর যদি বিশ্বাস করে যে কেউ "কুমবিইজনি" অর্থ: "আমার হুকুমে দারাও" বললে মৃত জীবিত হবে তাহলে তাকে কি বলবেন???

আবার জোর পূর্বক রুহ নিয়ে আসে এটাকে কি বলবেন???

আল্লাহ আপনার তালাবদ্ধ চোখ খুলেদিন। আমিন।
০২ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৬
137396
ইমরান ভাই লিখেছেন : এই নেন আপনার পীর দাদার আকিদা নেন। ওহী আসার আকিদা। এগুলারে কি বলবেন????

একমাত্র আল্লাহই পারেন আপানকে বুঝাতে।


০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
137964
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : হ্যা ,আপনার এ সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে বহসে বসতে আহবান করছি।
অথবা চরমোনাই মাহফিলে আসার আহবান জানাচ্ছি।
185138
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৪১
জেএফটি ইসলাম লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০২ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৫
137369
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া,আপনাকেও মোবারকবাদ।
185202
০১ মার্চ ২০১৪ রাত ১১:১৭
সজল আহমেদ লিখেছেন : ইনশাআল্লাহ আসার চেষ্টা করব।
০২ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৫
137370
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আল্লাহ ব্যাবস্থা করে দিন।আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File