পরকালিন জীবনকে সুন্দর করতে হবে।

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:২৭:৩৭ দুপুর

বাদশা সুলাইমান বিন ওয়ালিদ!! সে তার সময়ের একমাত্র তাবেঈ হযরত আবু হাজেম (রহ.) কে তার দরবারে ডেকে পাঠালেন।আবু হাজেম রহ. তার দরবারে আসলে বাদশা তার সাথে কথপকথনের মাঝে জিজ্ঞাসা করলেন যে ,হে আবু হাজেম আমার মরনের কথা শুনলে এত ভয় হয় কেন?

আবু হাজেম রহ. বলেন আপনি আপনার দুনিয়াকে খুব সুন্দর করে সাঝিয়েছেন কিন্তু আখেরাতকে সেভাবে সাঝাতে পারেন নাই,সে জন্য দুনিয়ার চাকচিক্য ছেড়ে যেতে আপনার ভয় হয়।

সত্যিই,দুনিয়ার মোহে পরে আমারা আখেরাতের জীবনের কথা একেবারে ভূলে গেলাম।এ জীবনের পরে যে আরেকটি জীবন আছে,আমাদেরকে সেখানে যেতে হবে চিরকাল সেখানে থাকতে হবে।হয়তবা চিরকাল আনন্দময়,সুখ-শান্তিময় একটি সুন্দর জীবন নতুবা এক ভয়াবহ দুঃখে,কস্টে,আজাবে-গজবে ভরপুর এক অশান্তিময় জীবন আমাদের সে ব্যাপারে একবারে গাফেল করে রেখেছে।

আসুন আমরা আমাদের জীবকে সুন্দর করে সাঝিয়ে পরকালিন জীবনের জন্য তৈরি হই।আর সেজন্য কুরআন-হাদিসের আলোকে একজন খাটি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমাদের জীবনটাকে সাঝাই।

আল্লাহপাক বলেন-হে ঈমানদার গন! তোমরা আমি আল্লাহকে ভয় কর।এবং নেককার বান্দাদের সাথি হয়ে যাও।(আল কুরআন) [-O

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File