বাম নেতা হাসানুল হক ইনু !!! যার মেম্বার হওয়ার সামর্থ নাই।
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২৭ ডিসেম্বর, ২০১৩, ০৯:১৯:৫০ রাত
নিজকে এই দেশের নাগরিক পরিচয় দিতে লজ্জা হয়।চোখের সামেন দেশের এই করুন অবস্থা দেখেো কিছু করতে পারছি না!
আজ দূভার্গ্যই বলেত হয় এই জাতির।
হাসানুল হক ইনু!!! যে ব্যক্তি এলাকার থেকে মেম্বারি নির্বাচন করলে সে যে মেম্বার হতে পারবে না, তা একেবারে নিশ্চিত করে বলা যায়।
অথচ আজ এই লোক ১৬ কোটি জাতির প্রতিনিধিত্ব করছে। এই জাতির খেয়াল-খুশি চিন্তা-ভাবনাকে বিচার-বিবেচনা নাকরে ওদের প্রভুদের কে খুশি করার জন্য যা ইচ্ছা তা করছে এবং বলছে।
তার কথা-বার্তা এতই দাম্ভিক্ত যে, মনে হয় সে কোন দেশের রাজা-বাদশা হয়ে গেছে।
ইনু কে বলবো কোন যোগ্যত বলে এরকম উচ্যবাচ্য বল।
এই জাতি তোমাদের কাছ থেকে অচিরে কড়ায় - গন্ডায় হিসাব নিবে।
সাবধান! সময় থাকতে হুশিয়ার হওয়া বুদ্ধিমত্বার কাজ।
আল্লাহ তোমাকে হিদায়াত দান করুন।অথবা আসমানি ফয়সালা করুন অচিরে।
বিষয়: বিবিধ
১৬৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন