আবার যুদ্ধ হবে... Time Out Time Out Time Out

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১২ মে, ২০১৩, ০৪:৩৯:০৮ বিকাল



যদি আমার দেশের সীমানা মুছে দিতে কেউ চায়

যদি আমার মাটির ধন-সম্পদ লুটে নিতে কেউ চায়

যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ

আমি প্রতিবাদে জ্বলে উঠবোই তবে যা হবার তাই হোক

এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা

এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা

কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে ............



আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে...

আবার যুদ্ধ হ..............বে... আবার যুদ্ধ হবে..........

যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে

রেসকোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে

দুশমন যদি খর্গ চালায় নকল বন্ধু সেজে

কালুরঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে

সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে

আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে

হোক নমস কিংবা নভোচর যাতে জীবন মরণ লড়াই করে

মুক্ত রবে ।



আবার যুদ্ধ হবে… আবার যুদ্ধ হবে

আবার যুদ্ধ হ…….বে… আবার যুদ্ধ হবে……..

যদি ইটপাথরের দুর্গ দেয়াল ভেঙ্গে ভেঙ্গে যায় পড়ে

শহীদ তিতুর বাঁশের কেল্লা আবার তুলব গড়ে

যদি রক্তের নদ পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে

সেই ভাঙ্গা উড়াবো নিশাণ আবার নতুন করে



এই মুসলমানের অভয়ারন্যে কাউকে দিবোনা ঢুকতে

মোরা পাথরের নয় পাজরের বাঁধ গড়বো তাদের রুখতে

কোন তাবেদার কোন গাদ্দার যদি মীর জাফরের সেই কালোহাত

মাড়ায় তবে..

আবার যুদ্ধ হবে। আবার যুদ্ধ হবে…

আবার যুদ্ধ হবে…..আবার যুদ্ধ হবে…



(সংক্ষেপিত ও সংকলিত)

মূলঃ মুহিব খান

বিষয়: বিবিধ

২৭০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File