"সবুরের মা"
লিখেছেন লিখেছেন সান বাংলা ২২ নভেম্বর, ২০১৮, ১২:৩৪:৫৩ দুপুর
........"সবুরের মা"........
মাশা আল্লাহ্ এগার জন ছেলে মেয়ের মা এই সবুরের মা!নিন্ম মধ্যভিত্ত যাকে বলা হয়,সবুরের মা বাবার সেই রকমের-ই সংসার।
সহজ সরল আর অমায়ীক মনের মানুষ ছিলেন সবুরের বাবা।কোন জুট-ঝামেলা পছন্দ করতো না বুজতোও না।সবুরের বাবাকে সবুরের চাচারা ঠকাত,আর সবুরের বাবা বলত আমাকে আল্লাহ্-ই দিবেন।
এই সহজ সরল আর অমায়ীক মানুষ সবুরের বাবাকে নিয়ে সংসার করতে অভাব অনটনে সবুরের মা কত যে কষ্ট করেছে তা বলে শেষ করা যাবে না।এক সময় ছেলে মেয়েরা বড় হয়,মেয়েদের বিয়ে দেয় আর ছেলেরা প্রতিষ্ঠিত হয়,সবুরের মা বাবা একটু শান্তির আশায় দির্ঘ্য নিঃশ্বাস ফেলে।
কিন্তু ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে নিজেদের স্বার্থ দেখতে শুরু করে আর সুন্দর ভবিষ্যতের আশায় সবুরের মা বাবাকে ফেলে বউকে নিয়ে দুরে চলে যায়।একে একে সবাই যেতে থাকলো!সবুরের মা বাবার শন্তনা এই যে আজ তাদের ছেলে মেয়েরা ভালো আছে এটাই বা কম কিসে?এক সময় সবুরের মাকে একা করে সবুরের বাবা চলে যায় না ফেরার দেশে!
সবুরের মা একা হয়ে যায়।সবুরের বাবা বেচে থাকতে একটু শান্তির জন্য সবুরের মা সবুরের বাবাকে ছেলেদের সাথে থাকতে বলেছিলেন।কিন্তু সে আশায় গুরেবালি,আদিম যুগের মানুষ কি আর আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পাড়ে?সবুরের মা সেই কথা বলে এখনও বিলাপ করে!এখনও সবুরের মা বলে আর কাদে এত গুলো ছেলে মেয়ে থাকতেও নাকি সবুরের বাবার যতটুকু চাওয়া পাওয়ার ছিলো তা হয় নি।ছেলে মেয়েরা নাকি সবকিছু দেখে শুনে বুজেও না বুজার ভান করত।এখন সবুরের মা`ও কোন ছেলের সাথে থাকতে পাড়ে না আদিম যুগের মানুষ,আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পাড়েনা বলেই যেখানে থাকতে যায় সেখানে তাকে না করা না হলেও তাকে নিয়ে কৌশল করা হয়,তাকে কৌশলে অপমান করা হয়,আর সবুরের মা তা বুজে বলেই চলে আসে আর কারো সাথে থাকতেও চায় না!
আজ সবুরের মা বড় একা,কেউ তাকে দেখবে করবে দুরের কথা তাকে নিয়ে কটুউক্তি করে সে এমন করেছে তেমন করেছে,তার এই দোষ সেই দোষ!এই শোনে সবুরের মা নিরবে কাদে আর আল্লাহর দরবারে তাদের আরো সুখ শান্তির জন্য দোয়া চায়।কেউ যদি সবুরের মায়ের জন্য কিছু করতেও চায় সেটাও সম্ভব হয়না,যারা সবুরের মায়ের জন্য কিছু করে না,দেখে না তারাই অন্যকেও করতে বা পাশে থাকতে দেয়না!অনেকটা ভারতীয় টিভি সিরয়ালের আগ্রাসন বলা যেতে পাড়ে!
সবুরের মার নিজের বলতে যা আছে তা বেশির ভাগ-ই মসজিদ-মাদ্রাসা আর গরিব মিস্কিনদের দান করে দেয়।কারো বিপদ-আপদে ধার দেনাও দেয় অনেক,কাউকে কাউকে আবার ধার দেনা ক্ষমাও করে দেয়।এই কারনে সবুরের মায়ের অনেক ডাক-নাম এলাকায়।এদিকে সবুরের মা নিজেই মাঝে মাঝে অভাবে পড়ে যায় যখন ছেলেরা ঠিক মত বা সময় মত টাকা পয়সা দেয় না।কোন কোন ছেলে তো দেয়-ই না আবার কোন কোন কোন ছেলে সবুরের মায়ের জমানো টাকা নিয়ে নাকি ভেঙ্গে ভেঙ্গে দিয়ে বলে সে-ই নাকি সবুরের মাকে চালাচ্ছে,কখনও কখনও নাকি সব টাকা না দিয়েই বলে বেশি দিয়েফেলেছে!এতে সবুরের মায়ের দুঃখ নেই,তার টাকা খাইলে বা না দিলে তো তার সন্তানেরাই দেয়না বা খায়,সমস্যা কি নিজের পেটে ধরা মানিক যে ওরা সবুরের মায়ের!!তাও নিজের সন্তানেরা ভালো থাকুক,সুখে-শান্তিতে থাকুক।
নিজের সন্তানেরা ভালো আছে,সুখে-শান্তিতে আছে এই ভেবে সবুরের মাও ভালো-ই আছেন।
ভালো থাকুক পৃথিবীর সকল সবুরের মায়েরা, ভালো থাকুক সবুরের মায়ের সন্তানেরা,কারন সন্তানেরা ভালো থাকই-যে এখন সবুরের মায়েদের শান্তনা!
(পিক ফ্রম নেট)
বিষয়: বিবিধ
৭৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন