ক্রিয়ার প্রতিক্রিয়া
লিখেছেন লিখেছেন সান বাংলা ১৪ আগস্ট, ২০১৮, ০২:২৬:১১ দুপুর
ঘটনা ১, আপুটা সেদিনও কত কষ্ট করে রাজাকার কান্দে তুইল্লা খাড়াইয়াছিলো!!!
এইটা-তো আমাদের সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীরঙ্গনা নওশাবা আপু তাই না?!?!
ঘটনা ২, ডলারের বিপরীতে তুরুস্কের মুদ্রা লিরার ব্যাপক দরপতন হওয়াই এরদোগান খুব টেনশনে পড়ে গেলো।
২০১৪ সাল থেকে এ পতন শুরু হয়।
যা এখন দাড়িয়েছে ৫০ ভাগ এ।
২০১৮ সালেই ৪০ ভাগ দরপতন ঘটে।
বিশেষ করে এরদোগান ইলেকশনে আবার জেতার পর।
.
এরদোগান আজ এক সম্মেলনে বিষন্ন হয়ে বক্তব্য দিতে দেখলাম।
সে বলছে ...
"সোমালিয়া, আফগানিস্তানসহ ন্যাটো বাহীনিতে আমরা কৌশলগত মিত্র ছিলাম"
কিন্তু আজ আমাদের মিত্র আমাদের পিঠে ছুরি বসিয়ে দিলো। আমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যুক্তরাষ্ট্র। এটা কি গ্রহণযোগ্য?!
যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে ইকোনমিক ওয়ার করছে।
উপসংহার : আল্লাহ তায়ালা এজন্যই বলেছেন ....
ইহুদী ও খ্রীষ্টানরা কখনই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। বলে দিন, যে পথ আল্লাহ প্রদর্শন করেন, তাই হল সরল পথ। যদি আপনি তাদের আকাঙ্খাসমূহের অনুসরণ করেন, ঐ জ্ঞান লাভের পর, যা আপনার কাছে পৌঁছেছে, তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই।
(আল বাকারাহ ১২০)
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন