"শিরোনাম হীন"
লিখেছেন লিখেছেন সান বাংলা ০৯ জুলাই, ২০১৬, ০৬:১৫:৪৭ সন্ধ্যা
ভিন্ন মতালম্বি চার মুসলিম একটি গাড়ীতে করে যাচ্ছেন কোথাও গিয়ে সবাই একমত হবেন বলে।কথা মত কাজ করবেন তাই রওনা হয়ে গেলেন।
পতিমধ্যে এক নন মুসলিম রং রোডে এসে তাদের গড়ীতে নিজের সাইলকেলের সামনের টায়ার-টা লাগিয়ে দেন।তবে গাড়ি বা সাইকেলের কোন ক্ষতি হয়নি।
কিন্তু ভিন্ন মতালম্বি চার মুসলিম গাড়ী থেকে নেমে নন মুসলিমকে খুব যা তা বলতে লাগলো।
নন মুসলিম বললোঃ দোষ তো আর আমার একার না,আপনাদেরও দোষ আছে।আর আমাকে একা পেয়ে আপনারা চার জন আমার উপর ঝাপিয়ে পড়ছেন ব্যাপারটা দেখতে কেমন যেন লাগছে না?
ভিন্ন মতালম্বি এক মুসলিম বললেন ঠিক-ই তো,আমারা চার জন আর ও এক জন,ব্যাপারটা সত্যি খারাপ দেখাচ্ছে।ভিন্ন মতালম্বি দুই মুসলিমকে লক্ষ করে এই ভিন্ন মতালম্বি মুসলিম বলতেছে তোমরা দুজন উনার পক্ষে যাও তাহলে সমান সমান হবে।
তখন নন মুসলিম বললো এটাও কিন্তু ঠিক হচ্ছে না,আমরা তিন জন হয়ে গেলাম না?!!আর আপনারা দুজন,ব্যাপারটা দেখতে কেমন যেন লাগবে না?
তখন ভিন্ন মতালম্বি দুই মুসলিম নন মুসলিমকে লক্ষ করে বলতেছে দাদা আপনি চলে যান,আমরা দুজন আর ওরা দুজন,তাহলে সমানে সমান।
কোথাও কম বেশি নেই,ব্যাপারটাও খারাপ লাগবে না।
আমরা দুজন ঐ দুজনকে দ্যাইক্ষা লৈতাছি.....
এর পড়ে আর কিছু জানতে চান?
তাহলে ওয়েট এন্ড সি,,,,,কামিং সুন....
(নিতান্তই একান্ত)
বিষয়: বিবিধ
১৪৫৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন