"একটি ফাঁসী এবং ঐশী"

লিখেছেন লিখেছেন সান বাংলা ১২ নভেম্বর, ২০১৫, ০৬:৩৩:০২ সন্ধ্যা

বর্তমান সময়ে আলোচিত একটি নাম "ঐশী"!

ঐশী`র ফাঁসী নিয়ে পক্ষে বি-পক্ষে সমালোচনার ঝড় বইছে অনলাইন সমাজিক যোগা-যোগের মধ্যমগুলোতে।

যদিও অনকে-ই ফাঁসীর রায় নিয়ে সন্তষ্ট আবার অনেকেই বয়স এবং অন্যান্য বিষয় বিবেচনা করে তার শাস্তিটা উপযুক্ত শাস্তি কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন।

অনেকেই মনে করেন বেঁচে থাকাটাই ওর জন্য সবার থেকে বড় শাস্তি হত।কারন প্রতিটা মূহুর্ত-প্রতিটা ক্ষন সে তার কর্মফলের দহনে জ্বলত।

এখন যদি ঐশীকে শাস্তি দেয়া না হয় তাহলে সমাজে অপরাধ প্রশ্রয় পাবে,তাই অপরাধীকে শাস্তি দিয়ে-ই অপরাধ মুক্ত সমাজ গঠন করতে হবে আর একারনে-ই ঐশীর ফাঁঁসী হওয়া উচিৎ আর তা থেকে-ই আমাদের ভবিস্যত প্রজন্ম শিক্ষা নিবে এরকম অপরাধ সমাজ মেনে নেয় না।

ঐশীর অপরাধের জন্য ঐশী একা দায়ী নয়,ঐশীর মত-ই সমান অপরাধী তার বাবা মা।একজন পুলিশ কর্মকর্তা হয়ে যেভাবে মেয়েকে আধুনিকতার নামে নোংরামীর পথে ঠেলে দিয়েছিল তার দ্বায়-ভার বাবা-মা হিসেবে তারা কখনো এড়াতে পারে না।সত্যি বলতে তাদের কর্ম ফল-ই তাদেরকে তাদের পরিনতির দিকে নিয়ে গেছে।শুধু আফসুস নিজ সন্তানের হাতে এভাবে খুন হওয়ার জন্য।

ঐ পুলিশ অফিসার নিজেই একজন দুর্নীতিবাজ ব্যাক্তি ছিলো।এর প্রমান,ঐশীকে প্রতিদিন,প্রতি সপ্তাহে,প্রতিমাসে যেই টাকা দেয়া হত বন্ধু্ বান্ধব নিয়ে সপিং করা থেকে ক্লাব পর্যন্ত খরচ করার জন্য,সেই টাকা একজন সৎ পুলিশ অফিসারের পক্ষে যোগান দেয়া কোনভাবেই সম্ভব নয়।

ঐশীর মা যদি সত্যিকা অর্থে একজন ভালো মা/স্ত্রী বলতে যাকে বুজায় তা হত তাহলে নিজ স্বামীর অসৎ পথে টাকা উপার্জনে অবশ্যই বাধা প্রদান করত এবং ঐশীরও অশালীন চলা-ফেরা এবং জনির মত বয়ফ্রেন্ড থাকত না।

সুতরাং আমাদের সমাজে যেন এমন স্টুপিড বাবা মা এবং ঐশীরা আর জন্ম না নেয় সেজন্য ঐশীর ফাঁসীর রায় আমার মতে অবশ্য-ই ঠিক আছে।আর তার বাবা-মা নিজেদের কর্মফলের নিকট আগেই চলে গিয়ে বেঁচে গেছে।

(একান্তই ব্যাক্তিগত মত)

বিষয়: বিবিধ

১৫৩৩ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349501
১২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঠিক বলেছেন।
১২ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৩
290099
সান বাংলা লিখেছেন : ধন্যবাদ লোকমান ভাই Love Struck Love Struck
349504
১২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : খন যদি ঐশীকে শাস্তি দেয়া না হয় তাহলে সমাজে অপরাধ প্রশ্রয় পাবে,তাই অপরাধীকে শাস্তি দিয়ে-ই অপরাধ মুক্ত সমাজ গঠন করতে হবে আর একারনে-ই ঐশীর ফাঁঁসী হওয়া উচিৎ আর তা থেকে-ই আমাদের ভবিস্যত প্রজন্ম শিক্ষা নিবে এরকম অপরাধ সমাজ মেনে নেয় না।
১২ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৩
290100
সান বাংলা লিখেছেন : জ্বি সেটাই Good Luck
349507
১২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
শেখের পোলা লিখেছেন : বাবা মা তাদের দুনিয়াবী সাজা পেয়ে গেছে মেয়েরও পাওনা ছিল৷ ফাঁসী হোক এবং তা প্রকাশ্যে৷ ইসলামের নিয়ম একজন শাস্তি পাবে আর হাজার জন সাবধান হবে৷ ধন্যবাদ৷
১২ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৪
290102
সান বাংলা লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ Love Struck Good Luck
349509
১২ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৬
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ঐ পুলিশ অফিসার নিজেই একজন দুর্নীতিবাজ ব্যাক্তি ছিলো।এর প্রমান,ঐশীকে প্রতিদিন,প্রতি সপ্তাহে,প্রতিমাসে যেই টাকা দেয়া হত বন্ধু্ বান্ধব নিয়ে সপিং করা থেকে ক্লাব পর্যন্ত খরচ করার জন্য,সেই টাকা একজন সৎ পুলিশ অফিসারের পক্ষে যোগান দেয়া কোনভাবেই সম্ভব নয়।================================্
যদি বয়সের কথা অনেকে যারা বলছে তাদের কাছে প্রশ্ন করতে হবে

যে বয়সে লেখা-পড়া শিখে বাসা বাডিতে পরিবারের সাথে থাকার কথা তা না করে ১২ জন যৌন সঙ্গির সাথে মাদক সেবন করে রাত কাটাতে যে মেয়ে পারে, সে ছোট হয় কি ভাবে , তার বয়সের ৪ ডাবল বয়স হলেও যে কাজের কল্পনা করাও কঠিন সেখানে এত অল্প বয়সি মেয়ে করতে পারলে সে ছোট হয় কি ভাবে , সুতরাং ফাঁসির বিকল্প নেই
১২ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৪
290104
সান বাংলা লিখেছেন : জ্বি,ধন্যবাদ আপনাকেLove Struck Good Luck
349516
১২ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনার কথাকে সমর্থন করি। কারণ তাদের বাবা মার কারণেই মেয়েটা নষ্ট হয়েছে।
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৫
290161
সান বাংলা লিখেছেন : ধন্যবাদ Good Luck
349517
১২ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনার কথাকে সমর্থন করি। কারণ তাদের বাবা মার কারণেই মেয়েটা নষ্ট হয়েছে।
349523
১২ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪৮
আবু জান্নাত লিখেছেন : তার বন্ধু রনি জনি মুক্তি পেয়ে গেল, এটাই রহস্যময়।
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৬
290162
সান বাংলা লিখেছেন : ওর দাদী চাচার কান্নাও আমার নিকট রহস্যময় মনে হয়।
349530
১২ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৭
মনসুর লিখেছেন : না, এই বাবা-মায়েরা আর কোনোদিনই জাগবে না। তাদের সৎ-বুদ্ধিহীনতাই তাদের পতনের কারণ - অসৎ উপার্জন, মিথ্যাচার-অশ্লীলতার চর্চা, অতি লোভ আর মাত্রাতিক্ত হিংসা তাদেরকে কানা-কালা-বোবা করে দিয়েছে - ফলাফল, এরকম হাজারো ঐশী। মাত্র একটা ঐশী ধরা পড়েছে, তার জন্য ন্যায় বিচারই হয়েছে, কিন্তু, . . . . !!

ঐশী বেঁচে থেকে সংশোধিত হলে তা হবে আমাদের সমাজপতিদের চক্ষুশূল। কারণ এই নষ্ট সমাজই এই ঐশীকে তৈরী করেছে, আর এরকম অনেক ঐশীই সমাজপতিদের ছত্রছায়ায় শোষিত হচ্ছে বা ব্যবহৃত হচ্ছে। সুতরাং, এই ঐশীটার মরে যাওয়াই সমচিত।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৬
290163
সান বাংলা লিখেছেন : ধন্যবাদ Good Luck
349541
১৩ নভেম্বর ২০১৫ রাত ১২:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একমত আপনার সাথে।
যতটুক জানি ঐশি যে বয়সে অপরাধ করেছে আন্তর্জাতিক বিধি ও বাংলাদেশের আইনে তাকে ফাঁসি দেওয়া যায়না। সম্ভবত পুলিশদের সন্তষ্ট করতে এই কর্ম।
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৭
290164
সান বাংলা লিখেছেন : ধন্যবাদ Good Luck
১০
349548
১৩ নভেম্বর ২০১৫ রাত ১২:৩৪
শিহাব আহমদ লিখেছেন : ঐশী আমাদের সমাজের জন্য একটি বিরাট শিক্ষা। তার ও তার পরিবারের মত এ সমাজে যারা পাপের চোরাগর্তে আটকা পড়েছে তাদের সাবধান হওয়ার সময় এখনই।
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৭
290165
সান বাংলা লিখেছেন : ধন্যবাদ Good Luck
১১
349568
১৩ নভেম্বর ২০১৫ রাত ০৪:৫৬
কাহাফ লিখেছেন : যথার্থই আপনার অনুভূতি প্রবণ উপস্হাপনা!
একমত পোষণ করতেই হয়!
ঐশীর চেয়ে কম অপরাধী নয় ওর ফ্যামিলি!
যার শাস্তি ওরা আগেই পেয়েছে! এখন বিচারে 'ফাসি'র আদেশে এরও কিছুটা শাস্তি হল আর কি!
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৭
290166
সান বাংলা লিখেছেন : ধন্যবাদ Love Struck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File