জীবন চলার পথ......
লিখেছেন লিখেছেন সান বাংলা ০১ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৮:৪৬ সকাল
জীবন চলার পথে অনেক মানুষের সাথে চলতে হয়,কাছের-দুরের,চেনা-অচেনা।অনেক দুরের মানুষও অনেক সময় আপন হয়ে যায় আবার অনেক কাছের মানুষকে আপন ভাবতে কষ্ট হয় মানে দুরে চলে যায়।
কিছু মানুষ আছে যারা আপনার পাশে থাকবে(কাছের মানুষ বলতে যাদেরকে আপনি আপন করে নিয়েছেন)তারা আপনার যে কোন দুঃখে কষ্টে ব্যাথিত হবে সহমর্মিতা প্রকাশ করবে,করবে এই কারনে যে আপনি সফল না,আপনি ব্যার্থ লোক,আপনি ব্যার্থ হয়ে তাদের পাশে থাকেন এতেই তাদের শান্তি।
আপনি যখন কোন কাজ করে সফল হবেন,দেখবেন তারা শুকনা হাঁসি দিবে,আপনি যখন দেখবেন জানবেন আপনি আপনার কাজটায় শতভাগ সফল তখন তারা ভিবিন্ন প্রশ্ন তুলবে এটা কি আসলেই সফলতা,সফলতাটা কতটুকু তা নিয়ে সমালোচনা করবে।আপনি আপনার সফলতা নিয়ে যতই খুশিতে আত্মহারা হয়ে যান তারা কি সেটা সহ্য করতে পাড়ছে না।যদি ভালো করে লক্ষ্য করেন মুখে না বললেও আপনাকে দেখানোর জন্য শুকনা হাঁসিটা দেখেই বুজতে পাড়বেন।
এরা হচ্ছে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মানুষ,আঞ্চলিক ভাষায় যাকে বলে পিছনে পিয়াজ কাটা!
তাদের এই ভিবিন্ন প্রশ্নে এবং আলোচনায় সমালোচনায় যদি আপনি আপনার মানষিকতা পরিবর্তন করে বিফলতায় সফলতা লাভ করেন তখন তারা কোন প্রশ্ন তুলবেন না কিন্তু সহমর্মিতা প্রকাশ করবে,আগেই বলেছি কারন আপনি ব্যার্থ হয়ে তাদের পাশে থাকেন এতেই তাদের শান্তি।
শুকনা হাঁসিটা যখন বুজতে পাড়বেন তখন থেকেই এই সমস্থ কালপ্রিটগুলোকে চিরতরে ভয়কট না করলে শুধু আপনাকে না আপনার পরিবারসহ সবাইকে কঠিন সময়ের সম্মুখী হতে হবে।কারন এরা আপনাকে যতই আপনামী দেখাকনা কেন আপনার মঙ্গল এরা কোন দিনও চায় না চাইবেও না।সামনে আপনামী দেখাবে পিছনে পিয়াজ কাটবে।আপনাকে বুজতেও দিবে না,যখন বুজবেন তখন সময় থাকবে না।
(আমার শুভাকাংক্ষিদের জন্য আমার পক্ষ থেকে এটা আদেশ,নির্দেশ,উপদেশ এবং অনুরোধ)
বিষয়: বিবিধ
১৩৪৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু এগিয়ে যেতে হবেই।
এদের কে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ!
মন্তব্য করতে লগইন করুন