"সাবধান মোড়াল"
লিখেছেন লিখেছেন সান বাংলা ০৬ আগস্ট, ২০১৫, ০৬:০৩:২৮ সন্ধ্যা
এক ভদ্রলোক কে দেখলাম নিজ বউয়ের কথা শুনে বাবা মার সাথে বেয়াদবি করে ভাই বোনের সাথে খারপ আচরন করে।ঐ ভদ্রলোকে-ই আবার দেখলাম বউরে বেদম প্রহর করে!নিজের চোখ কানকে বিশ্বাষ করাতে কষ্ট হলো! এও কি সম্ভব?আর সম্ভব হলে এর কারন কি?
আবিস্কার করলাম তাদের কু-নীতিঃ যেই লোক বউয়ের কথায় চলে তার কোন ব্যাক্তিত্ব থাকতে পাড়ে না।আর যেই বউ স্বামীর কান ভারী করে সংসারে অশান্তি সৃষ্টি করে সে কোন ভালো মানুষ হতে পাড়ে না।
স্বভাবত কারনে দু`টো-ই অর্থব,অপদার্থ,আত্ম-সম্মানহীন।
সারা জীবন অন্যের জন্য যেই কৌশল ব্যাবহার করেছে সেই কৌশলের মাঝে আজ ওরা নিজেরাই ডুবে গেছে।নিজেরা নিজেরাই মারা মারী করছে,একে অন্যকে দোষারোপ করছে।আসলেই কি আমৃত্যু তারা শান্তি পাবে?কখনো-ই না।কারন ঐ যে কথায় আছে না যেমন কর্ম তেমন ফল।অত্যাচারী ব্যাক্তি চিরদিন জীবিত থাকে না বরং তার উপর অভিসাপ চিরদিন বিদ্যমান থাকে।
#মোড়ালঃ খেতের চাকা খেতে ভাঙ্গা হয়,লাইলে তুলে কেউ ভাঙ্গে না।
বিষয়: বিবিধ
১৫৩০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পৃথিবীর সেরা আশ্চর্যের বিষয়
মানুষের আচরণ ও পরিবর্তন
ঠিক বলেছেন
মন্তব্য করতে লগইন করুন