"সাবধান মোড়াল"

লিখেছেন লিখেছেন সান বাংলা ০৬ আগস্ট, ২০১৫, ০৬:০৩:২৮ সন্ধ্যা

এক ভদ্রলোক কে দেখলাম নিজ বউয়ের কথা শুনে বাবা মার সাথে বেয়াদবি করে ভাই বোনের সাথে খারপ আচরন করে।ঐ ভদ্রলোকে-ই আবার দেখলাম বউরে বেদম প্রহর করে!নিজের চোখ কানকে বিশ্বাষ করাতে কষ্ট হলো! এও কি সম্ভব?আর সম্ভব হলে এর কারন কি?

আবিস্কার করলাম তাদের কু-নীতিঃ যেই লোক বউয়ের কথায় চলে তার কোন ব্যাক্তিত্ব থাকতে পাড়ে না।আর যেই বউ স্বামীর কান ভারী করে সংসারে অশান্তি সৃষ্টি করে সে কোন ভালো মানুষ হতে পাড়ে না।

স্বভাবত কারনে দু`টো-ই অর্থব,অপদার্থ,আত্ম-সম্মানহীন।

সারা জীবন অন্যের জন্য যেই কৌশল ব্যাবহার করেছে সেই কৌশলের মাঝে আজ ওরা নিজেরাই ডুবে গেছে।নিজেরা নিজেরাই মারা মারী করছে,একে অন্যকে দোষারোপ করছে।আসলেই কি আমৃত্যু তারা শান্তি পাবে?কখনো-ই না।কারন ঐ যে কথায় আছে না যেমন কর্ম তেমন ফল।অত্যাচারী ব্যাক্তি চিরদিন জীবিত থাকে না বরং তার উপর অভিসাপ চিরদিন বিদ্যমান থাকে।

#মোড়ালঃ খেতের চাকা খেতে ভাঙ্গা হয়,লাইলে তুলে কেউ ভাঙ্গে না।

বিষয়: বিবিধ

১৫১৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334150
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৫
276269
সান বাংলা লিখেছেন : কি চিন্তান ভাইজান.....?
334152
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


পৃথিবীর সেরা আশ্চর্যের বিষয়
মানুষের আচরণ ও পরিবর্তন
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৬
276272
সান বাংলা লিখেছেন : ওয়ালাইকুম আস্ সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
ঠিক বলেছেনGood Luck
334154
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পারিবারিক সম্পর্ক অনেক জটিল বিষয় একটুর জন্য সব শেষ হয়ে যায়। মানসিকতা সুন্দরের পক্ষে না হলে এমনটা হয়। ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় লিখার জন্য।
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৭
276277
সান বাংলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ,জনাব Good Luck
334185
০৬ আগস্ট ২০১৫ রাত ০৯:২৫
০৭ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৪
276453
সান বাংলা লিখেছেন : :Thinking :Thinking :Thinking
334188
০৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৩১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সংক্ষিপ্ত গবেষণা ভালো লাগলো..। আরো গবেষণা চাই, এবং শুভ ব্লগিং.।
০৭ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৫
276454
সান বাংলা লিখেছেন : ধন্যবাদ ভাইজান...Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File