পারিবারিক অসঙ্গতি...২

লিখেছেন লিখেছেন সান বাংলা ২৬ এপ্রিল, ২০১৫, ০২:৩৬:১১ দুপুর

আজ-কাল পারিবারিক অসঙ্গতির কারনে বাবা-মারা ছেলে মেয়েদেরকে স্ব-ঠিক শিক্ষা থেকে বন্চিত করছে,মেধা বিকাশে বিঘ্নতা সৃষ্টি করছে,পাশা-পাশি খারাপের প্রতি এক প্রকার ইন্দন যোগাচ্ছে....

ছেলে মেয়েদের সামনেই অপরের কুৎসা রটনা করছে,সমালোচনা করছে,গিবত করে যাচ্ছে এতে করে ছেলে মেয়েদের মনে বিরুপ প্রতিক্রিয়া হচ্ছে।

কুৎসা রটনা এবং সমালোচনার কারনে যাচাই বাচাই করা ছাড়া-ই বাচ্ছাদের মনে বিরুপ প্রতিক্রিয়ার কারনে তারা মন থেকে অনেক-কেই মেনে নিতে পারছে না লোকটি ভালো কি মন্দ স্ব-ঠিক সিনদ্ধান্ত নিতে পারছে না এবং সবার সাথে মন থেকে মিশতে পাড়ছেনা।তাতে যেমন বেঘাত ঘটছে মেধা বিকাশে এবং না পাড়ছে সবাইকে তার প্রাপ্য সম্মান দিতে। এতে করে এক সময় নিজেরাই হীনমন্যতায় ভুগে।

এটা এখন পারিবারিক ব্যাধি থেকে সামজিক ব্যাধিতে রুপ নিচ্ছে।যাতে বুজাই যাচ্ছে মানুষ সামাজিক জীব একথাটা এক সময় মিথ্যা হয়ে যাবে এবং মানুষ নিজেকে খুব অসহায় মনে করবে।

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316950
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
316953
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১১
অভিমানী বালক লিখেছেন : ভালো লাগলো।
316967
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২১
হতভাগা লিখেছেন : যতই পাশ্চাত্যের রীতিকে আধুনিকতা হিসেবে আমরা গ্রহন করবো ততই আমাদের পারিবারিক প্রথা ভেঙ্গে যাবে ।
316968
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : পারিবারিক বন্ধন ও মূল্যবোধ অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে স্টার জলসা, জি বাংলার কল্যাণে।
316969
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পরিবার হচ্ছে একটি দোলনা অভিভাবক গণ যেভাবে চাইবে সেইভাবে দোলবে!!! পরিবারের জন্য অত্যন্ত জরুরি সচেতন অভিভাবক......। সময়ের সাথে সিদ্ধান্ত নিতে যেন ভুল না হয়।


মনে রাখতে হবে একটি ভুল আরো কয়েকটি ভুলের জম্ম দেয়।
316987
২৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : যে দিন থেকে হিন্দি চ্যানেল শুরুকরে, সেইদিন থেকেই এই দেশের অবস্থা খারাফ হতে শুরু হয়েছে।
317004
২৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
317031
২৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৫২
নিরবে লিখেছেন : ভালো লাগলো
317081
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার সাথে সম্পূর্ণ একমত। ভালো লাগলো।
১০
317101
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:০৮
কাহাফ লিখেছেন :
প্রয়োজনীয় গুরুত্বপুর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ ভাল লাগল!
নিয়মিত লেখার ও জবাব দেয়ার অনুরুধ রইল!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File