পারিবারিক অসঙ্গতি...২
লিখেছেন লিখেছেন সান বাংলা ২৬ এপ্রিল, ২০১৫, ০২:৩৬:১১ দুপুর
আজ-কাল পারিবারিক অসঙ্গতির কারনে বাবা-মারা ছেলে মেয়েদেরকে স্ব-ঠিক শিক্ষা থেকে বন্চিত করছে,মেধা বিকাশে বিঘ্নতা সৃষ্টি করছে,পাশা-পাশি খারাপের প্রতি এক প্রকার ইন্দন যোগাচ্ছে....
ছেলে মেয়েদের সামনেই অপরের কুৎসা রটনা করছে,সমালোচনা করছে,গিবত করে যাচ্ছে এতে করে ছেলে মেয়েদের মনে বিরুপ প্রতিক্রিয়া হচ্ছে।
কুৎসা রটনা এবং সমালোচনার কারনে যাচাই বাচাই করা ছাড়া-ই বাচ্ছাদের মনে বিরুপ প্রতিক্রিয়ার কারনে তারা মন থেকে অনেক-কেই মেনে নিতে পারছে না লোকটি ভালো কি মন্দ স্ব-ঠিক সিনদ্ধান্ত নিতে পারছে না এবং সবার সাথে মন থেকে মিশতে পাড়ছেনা।তাতে যেমন বেঘাত ঘটছে মেধা বিকাশে এবং না পাড়ছে সবাইকে তার প্রাপ্য সম্মান দিতে। এতে করে এক সময় নিজেরাই হীনমন্যতায় ভুগে।
এটা এখন পারিবারিক ব্যাধি থেকে সামজিক ব্যাধিতে রুপ নিচ্ছে।যাতে বুজাই যাচ্ছে মানুষ সামাজিক জীব একথাটা এক সময় মিথ্যা হয়ে যাবে এবং মানুষ নিজেকে খুব অসহায় মনে করবে।
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে রাখতে হবে একটি ভুল আরো কয়েকটি ভুলের জম্ম দেয়।
প্রয়োজনীয় গুরুত্বপুর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ ভাল লাগল!
নিয়মিত লেখার ও জবাব দেয়ার অনুরুধ রইল!!
মন্তব্য করতে লগইন করুন