মরিয়া প্রমান করিতে হয় একদা তিনি ব্লগার ছিলেন...
লিখেছেন লিখেছেন সান বাংলা ০২ এপ্রিল, ২০১৫, ০১:২৬:১৭ রাত
আমি আগে ব্লগে লিখলেও এখন তেমন একটা লিখি না কারন মডারেটর নিজেই স্বাধীন মত প্রকাশে অনেক সময় বাধা দেন আর ইউজারদের বকা-বকি তো বোনাস-ই।তা ছাড়া ''ব্লগার'' মানেই ইসলাম বিদ্বেষী, ইসলামের কুটুক্তি করা নবী-রাসুল (সঃ) এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা লিখা এই বিষয়টা সমাজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।তাই ব্লগার কথাটা শুনলে অনেকেই খারাপ ভাবতে শুরু করে।
আমাকে ব্লগার "সানবাংলা" এবং "Marmarita" হিসেবে অনলাইনে যতজনে চেনেন বা জানেন আমি মনে করি ওয়াসিকুরকে তার অর্ধেক লোকও ব্লগার হিসেবে জানেন না চিনেন না!
কিউরিয়াস মাইন্ডঃ মরিয়া প্রমান করিয়া গেল উনি ব্লগার ছিল।
ব্লগে লিখত গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকান্ডে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রকে গ্রেফতার করা হলো!
আর মুক্তমনার অভিজিৎ রায় তো ব্লগ নিজেই বানাইতো।তাকে বলির পাঠা বানিয়ে ফারাবিকে ফাঁসাইলো।
অভিজিৎ হত্যা তদন্তে এসে এফবিআই বিশেষজ্ঞ কি নিয়ে গেছেন জানি না তবে হুজুগে বাঙ্গালীরা যে বিড়াট অশ্বডিম্ব পাইয়াছে ইহাতে কোন সন্দেহ নাই।
ওয়াসিকুরকে বলির পাঠা বানিয়ে যেই দুজন মাদ্রাসার ছাত্র ধরা হলো তারা বলছে আমরা ওয়াসিকুরকে চিনি-ই না চিনতাম না,ব্লগ কি জানি না হুজুরে বলছে তাই কুপাইছি।মনে হয় তালিমটা ঠিক মত হয় নাই!
কিউরিয়াস মাইন্ডঃ কোন হুজুরের কপালে যে খারপি আছে সেটা মনে হয় এখনও সিদ্ধান্ত নেয়া হয় নাই।সিদ্ধান্ত হলেই নাটকের সমাপ্তি আশা করা যায়।
তবে এভাবে ইস্যু তৈরী করার জন্য যদি নাটক করে কিছু ইসলাম বিদ্বেষী, ইসলামের কুটুক্তিকারী নবী-রাসুল (সঃ) এর বিরুদ্ধে কুটুক্তিকারীদের হত্যা করা হয় তবে মন্দ হয় না।
দুঃখ লাগে যখন শুনি ব্লগার মানে-ই নাস্তিক!
এটা যে গণজাগরণ মঞ্চের কর্মীদের অবদান তা বলার অপেক্ষা রাখে না।
ব্লগ যে একটা স্বাধীন মুক্ত মত প্রকাশের স্থান,এখানে সমাজের অসংগতি তুলে ধরা যায়,নিজেদের ভুল গুলো শুধরে নেয়া যায়,ইসলামিক আলোচনা করা যায় সেটা ওরা জানেই না।ওরা মনে করে ব্লগ মানেই ইসলাম বিদ্বেষী হতে হবে, ইসলামের কুটুক্তি করতে হবে নবী-রাসুল (সঃ) এর বিরুদ্ধে কুটুক্তি করতে হবে।
এই ওয়াসিকুরের মতো নরকের কিটকে ''ব্লগার'' বলে ''ব্লগারদের'' অপমান করা হচ্ছে।
''ব্লগার'' মানেই ইসলাম বিদ্বেষী, ইসলামের কুটুক্তি করা নবী - রাসুল (সঃ) এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা লিখা এই বিষয়টা সমাজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
সে কোন কোন ব্লগে লিখতো কেউ বলতে পারবেন?সে ফেইজবুক ইউজ করত,কুরুচিপূর্ণ কথা লিখা লিখত, রাসুল (সঃ) এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা লিখে একটা ইভেন্ট খুলেছিল (লিংক দিলাম কমেন্টসে) এই স্বঘোষিত নাস্তিকের তো প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিৎ ছিল............
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদেরকে আবার মাঠে নামতে হবে বলদাগরে ব্লগের মাধ্যমে তাড়ানোর।
খুন গুম সমর্থন করিনা। এই সরকারের কারো নিরাপত দিতে পারেনা।
ব্লগার মানে যে নাস্তিক নয় এটা এখন প্রমাণ হতে শুরু হয়েছে, ঠান্ডা মেজাজে সুন্দর উপস্থাপন করতে পারলেই আমরা সত্যিকারের ব্লগের হয়ে উটতে পারব!
ওকে নিয়ে এতো মাতা-মাতি কেন?
নিন্দুকের কথায় কি আসে যায়?
গুটি কয়েক বলদার কারনে যদি ডানপন্তী ব্লগাররা নিরবতা পালন করে তাহলে ব্লগার মানে শাহবাগী না এটা প্রমান করবে কে?
এরা মরার আগে বিখ্যাত থাকে না। মরার পর কুখ্যাত হয়!
মন্তব্য করতে লগইন করুন