"এটি একটি ছবি না একটি সামাজিক চিত্র"
লিখেছেন লিখেছেন সান বাংলা ১৪ মার্চ, ২০১৫, ০১:৪৯:১০ দুপুর
কিছুদিন আগে এই ছবিটা শেয়ার করেছিলাম ফেইজবুকরে একটি পেইজ থেকে।
কিছু লিখতে চেয়েছিলাম কিন্তু পাড়িনি,ছবিটা দেখে চোখের কোনায় জ্বল এসেছিল।
কিন্তু না লিখতে হবে তাই লিখছি.....
এক. কি ভাবছেন এই মহিলা আর এই মেয়েটিকে এভাবে রাস্তার ঘুম পাড়িয়ে আপনি,আমি,আমরা জান্নাতে চলে যাব?আপনি আমি হয়ত ওদের জন্য কিছুই করতে পাড়ব না,বা কিছুই করার নাই! কিন্তু আমরা?আমরা ইচ্ছা করলে পারি তাদের জন্য কিছু করতে।তাদের জন্য আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে।
আমি কোন ইসলামিষ্ট না কিন্তু আমাকে মহান রাব্বুল আলামিন একটি বিবেক দিয়েছেন।সেই বিবেকের তারনা থেকেই কথাটা বললাম। ওদের জন্য আমাদের যেই দায়বদ্ধতা আছে সেই কৈফিয়ত না দিয়ে আখেরাতে পাড় পাব না আমরা কেহ-ই।
দুই. মহিলার পাশে মেয়েটাকে ভালো করে লক্ষ করে দেখুন তার চুলগুলো খুব গুছানো,লালা ফিতায় চুল বাঁধা এবং কি মহিলাটা তার সর্বশেষ সমর্থ দিয়ে চেষ্টা করেছে তার মাতৃত্বকে তার মায়া মমতাকে প্রকাশ করতে যার অবদান রয়ে গেছে মেয়েটির কপালে একটি কাল কাজলের টিপ।
একজন মা শুধু নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান না সন্তানের ভালোর জন্য মঙ্গলের জন্য সন্তানকে খুশি রাখার জন্য যা দরকার শেষ সামর্থ দিয়ে প্রানপন চেষ্টা করেন।এজন্য-ই তিনি মা।পৃথিবিতে সন্তানের জন্য সর্ব শ্রেষ্ট নেয়ামত হচ্ছে মা।
আমরা অনেকই ব্যার্থ সেই মায়ের মন বুজতে কদর করতে।
মহান আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়াত দান করুন।আমিন।
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনাদেরকে চাপ দেন । উনাদের কাজ আপনি করে ফেললে উনাদের লাভই হবে । কোন কাজ না করে মাল কামানো হয়ে যাবে ।
আজকে দেশের স্বাধারন জনগনকে দেখেন দেশে কি হচ্ছে সেটা অনেকেই জানেনা।ওদের কাছে মনে হয় দেশটাও সৌরজগতের মত চলতেছে।প্রয়োজন সচেতনতা সেটা স্বাধারন জনগন থেকেই শরু হওয়া উচিৎ।
ধন্যবাদ।
আমাদের কিছু ভাবার ছিল
আমাদের অনেক তাড়া ছিল
সবই যেন তালগোল খেল
মহান আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়াত দান করুন।আমিন।
তবে আমরা সবকিছুর জন্য সরকারকে দ্বায়ী করে বসে না থাকি।
জনগন ভোট দিয়ে সরকার তৈরী করে আবার সরকারকে নামানোর জন্যও জনগনের ভুমিকাটাই প্রধান যদিও আমাদের দেশের স্বাধারন জনগন সেটা বুজতে চায় না।
ধন্যবাদ।
ধন্যবাদ।
আজকে কয়টি তমিজ আর দুম্বার গোস্ত......
মন্তব্য করতে লগইন করুন