"আহাম্মকের দল"

লিখেছেন লিখেছেন সান বাংলা ১৮ মে, ২০১৪, ১১:১৭:৪৩ সকাল



ভারতে বিজেপির নেতা নরেন্দ্র মোদি ক্ষমতায় আসছেন বলে যাঁরা খুশি হয়েছেন তাঁদের ‘আহাম্মকের দল’ বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আমিও ওনার সাথে সুর মিলিয়ে বলতে চাই আসলেই ভারতে বিজেপির নেতা নরেন্দ্র মোদি ক্ষমতায় আসছেন বলে যাঁরা খুশি হয়েছেন তাঁরা "আহাম্মকের দল"

ফরেন পলিসি সম্পর্কে তাঁদের বিন্দুমাত্র জ্ঞান নেই।

আম্রিকা আর রেন্ডিয়ার নেতা বদলায় নীতি বদলায় না এই কথাটা বুজেনা আহাম্মকের দলেরা।

আমাদের দেশের কোন এক নেতা/নেত্রী একবার রেন্ডিয়া সফর শেষে এমন একটা ভাব ধরেছিলেন মনে হয়েছিল এই যেন দাদা বাবুরা কোলে করে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে,ভুলিনাই সেই কথা আহাম্মকের দলেরা।

অন্যজনে প্রস্রাব করলে নিজের তলপেটের চাপ কমবে না................

তলপেটের চাপ কমাতে নিজেরটা ব্যাবহার করেন অন্যজনারটার আশায় থাকবেন না।

যত্তসব "আহাম্মকের দল"

আজ দুদিন ধরে ফেইজবুক আর ব্লগ খুললেই এই আহাম্মকদের কথা-বার্তা শুনে মেজাজটাই বিলা.......

বিষয়: বিবিধ

১০৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222952
১৮ মে ২০১৪ দুপুর ০১:০৮
egypt12 লিখেছেন : ভালো বলেছেন ভাইঃ
অন্যজনে প্রস্রাব করলে নিজের তলপেটের চাপ কমবে না................

তলপেটের চাপ কমাতে নিজেরটা ব্যাবহার করেন অন্যজনারটার আশায় থাকবেন না।

যত্তসব "আহাম্মকের দল" Winking)
223021
১৮ মে ২০১৪ দুপুর ০৩:৩১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : মোদি জেতাতে উনাদের তলপেটে মোচড়ানি শুরু হয়েছে তাই উল্টাপাল্টা বকতেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File