বয়কট করুন।

লিখেছেন লিখেছেন সান বাংলা ১৭ মে, ২০১৪, ০৮:১১:০৩ রাত

মোশারফ করিমকে আমি একজন উচ্চ মানের (অভিনেতা)নাট্যশিল্পি-ই মনে করতাম।

শুধু মাইক নাটক না ইদানিং তার সবগুলো নাটকের কমন ডায়লগ-ই হচ্ছে ফকিন্নি-ছকিন্নি ক্যারে-ম্যারে ইত্যাদি।

যা নাকি যাত্রা পালার নিন্ম মানের লোকেরাও এমন ভাষা ব্যাবহার করে না!

পরিচালক নাটক বা ছবি হিট করার জন্য কত ভাল খারাপ চরিত্র-ই এড্ করতে পাড়ে তাই বলে অভিনেতা বা অভিনেত্রীকে কি নিজের ক্যারিয়ারের কথা ভুলে গেলে হবে?

এখন এই মোশারফ করিমের নাটক দেখলে আমার মনে প্রশ্ন জাগে সে কত অভদ্র এবং কতটুকু নিন্ম ফ্যামিলীর ছেলে!

আজ অনেকেই সম্প্রতি মাইক নাটকে সৌদী প্রবাসীদের সর্ম্পকে যে অশালীণ কুরচিপূর্ণ ডায়লগ দেওয়া হয়েছে তা নিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ করছেন।

হুম আমিও একমত আপনাদের সাথে, কিন্তু ওরা কি শুধু এই মাইক নাটকে প্রবাসীদের সর্ম্পকে অশালীণ কুরচিপূর্ণ ডায়লগ দিয়েই ক্ষান্ত?

না ওরা স্বাধারন নাটকেও এরকম অশালীণ কুরচিপূর্ণ ডায়লগ দেয়।ভাল করে খেয়াল করলে দেখবেন যার কারনে আজ বাংলাদেশের নাট্য সংস্কৃতি হুমকির মুখে।

এই মোশারফ করিমের মত বেয়াদব অসভ্য অশালীণ নিন্মমানের কুরচি-সম্পুর্ন মানের কিছু লোকের কারনে আমাদের ঐতিহ্যবাহি শালীন সংস্কৃতি আজ ধ্বংশের পথে।

আমি তাদের এই অর্থ উপার্জনের পন্থাকে শুধু তীব্র নিন্দা আর ঘৃনাই করিনা আমি তাদেরকে বয়কট করার আহ্বান জানাই সকল স্বাধারন মানুষকে।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222774
১৭ মে ২০১৪ রাত ০৮:১৭
অজানা পথিক লিখেছেন : Talk to the hand
১৮ মে ২০১৪ সকাল ১১:১০
170240
সান বাংলা লিখেছেন : Talk to the hand টক টু দ্যা হ্যান্ড!!
থাক ভাই মারা-মারির দরকার নাই ওদেরকে ভয়কট করুন।
ধন্যবাদ।Good Luck
222776
১৭ মে ২০১৪ রাত ০৮:১৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে আমি ও একজন প্রবাসী হয়ে একমত।
প্রবাস জীবন এমনিতেই কহ্স্তের তারওপর কেউ যদি বলে ফকিরনি পোলা মন চায় ,,,,,,,না থাক।
১৮ মে ২০১৪ সকাল ১১:১১
170242
সান বাংলা লিখেছেন : কত নিচ,পয়সার জন্য যা তা বলে যা তা করে!
222781
১৭ মে ২০১৪ রাত ০৮:৩১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কথায় আছে বেশি বড় হলে ঝড়ে পড়ে যায় আবার বেশী ছোট হলে ছাগলে মুড়ে খায়। তো মোশাররফ করিমের অবস্থা হয়েছে প্রথমটা। তাই পড়তে বেশি সময় লাগবে না।
১৮ মে ২০১৪ সকাল ১১:১২
170244
সান বাংলা লিখেছেন : ওর কোন নাটক এখন আর ভালো লাগে না বিশ্রি ও উদ্ভট ধরনের কথা বার্তা!
222788
১৭ মে ২০১৪ রাত ০৯:২৩
শিশির ভেজা ভোর লিখেছেন : ওর তো সবগুলো নাটকই ছ্যাবলামি ছাড়া আর কিছুই না। প্রথম প্রথম ভালো লেগেছিল কিন্তু ধারাবাহিক ছ্যাবলামী আমার ভালো লাগে না।
১৮ মে ২০১৪ সকাল ১১:১৩
170245
সান বাংলা লিখেছেন : ঠিক বলেছেন ধন্যবাদGood Luck
222791
১৭ মে ২০১৪ রাত ০৯:২৯
এহসান সাবরী লিখেছেন : ভালো লাগলো
১৮ মে ২০১৪ সকাল ১১:১৩
170246
সান বাংলা লিখেছেন : ধন্যবাদGood Luck
222793
১৭ মে ২০১৪ রাত ০৯:৩১
হতভাগা লিখেছেন : মোশাররফের চেয়ে নাটকের স্ক্রিপ্ট লেখককেই বয়কট করুন । মোশাররফরা তো নিজেরা নিজেরা ডায়লগ ছাড়ে না ।
১৮ মে ২০১৪ সকাল ১১:১৪
170247
সান বাংলা লিখেছেন : একজন অভিনেতা হিসেবে অভিনেতাকেই স্ক্রিপ্ট-এর দিকে ভালো লক্ষ রাখতে হয়।ক্যারিয়ার বলে কথা!
222824
১৭ মে ২০১৪ রাত ১০:৪১
ইমরান ভাই লিখেছেন : এরা নাটক করে নাকি ছাগলের বাচ্চার মতো নাচে ঠিক বোঝা জায় না। আগেও নাটক হত। ছোট বেলায় দেখছিলাম রুপনগর,অয়ময়। এখন অবশ‍্য দেখিনা।
১৮ মে ২০১৪ সকাল ১১:১৬
170248
সান বাংলা লিখেছেন : পয়সার জন্য ছাগলের বাচ্ছা কেন গাধার বাচ্ছাও সাজতে পারবে ওরা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File