প্রয়োজন সচেতনতা ও সতর্কতা!
লিখেছেন লিখেছেন সান বাংলা ০৬ মার্চ, ২০১৪, ১২:৩১:৪৯ দুপুর
কিছু দিন আগে এক ব্যাক্তি উপজেলা নির্বাচনে আ.লীগ প্রার্থীকে সাতটা জাল ভোট দিয়েছে।কিন্তু সে মনে প্রানে আ.লীগকে ঘৃনা করে।
কেন দিয়েছে জানেন? এক,সে কিছু টাকা পেয়েছে।দুই,সে জানত যে এখান থেকে আ.লীগ ছাড়া অন্য কেউ পাস করবেনা!
তার এই কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি কিন্তু তাকে বুজাতে স্বক্ষম হইনি যে এখানেই আমরা বাঙ্গালী!
যখন ভোট গননা হবে তখন এই সাতটা ভোটের ভ্যালু কত হবে আমারা কি কেউ তা হিসেব করি?আমরা কি বুজার চেষ্টা করি যে একটা ভোটের মুল্য কত?
সংসদ নির্বাচনে এক বিএনপি সমর্থক আ.লীগকে ভোট দেয় নাই দিয়েছে স্বতন্ত্র পার্থীকে।সে কি একবারও ভেবেছে যে বিএনপিতো নির্বাচনই বয়কট করেছে ভোট আবার কিসের?সে কি জানত যে তার বা তাদের এই ভোটের কারনে আ.লীগের ভ্যালু ৫% এ দাড়াবে?
আমরা এখনও অনেক অবুজ!আমরা এখনও বুজিনা কখন কি করলে কি হবে।পড়ে আফসুস করি এবং নানা রকম বিপদের সম্মুখি হই।
নির্বাচনের সময় সামন্য কিছু টাকার বিনিময়ে বিড়ি সিগারেট চা-পানের বিনিময়ে নিজেকে বিক্রি করে দেই পাঁচ বছরের জন্য।একবার ও ভাবি না আমার একটা ভোটের মুল্য কত? আমার একটা ভোটের কারনে দেশের কতটুকু লাভ ক্ষতি হবে?আমার একটা ভোটের জন্য মানুষ নামের কিছু অমানুষ মহান সংসদে গিয়ে দাঁত কেলিয়ে হাঁসবে নিজের অবৈধ সফলতার জন্য!
যত দিন আমারা স্বাধারন জনগন সতর্ক না হব ততদিন আমাদের এই সম্ভাবনময় বাংলাদেশের ভবিস্যৎ অন্ধকারই থাকবে।
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ বড় ভাই
একদিন এই আমানতের জবাবদিহী করতে হবে ।
মন্তব্য করতে লগইন করুন