সবাই দোয়া করবেন।
লিখেছেন লিখেছেন সান বাংলা ১৩ জুলাই, ২০১৩, ০৪:৫৫:১৩ বিকাল
............."ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"...............
রোজ বৃহঃস্পতি বার। প্রথম রোজর ইফতার নিয়ে বসেছিলেন আমার শশুর। মাগরিবের আযান দিতেই একটি খাজুর আর একটু পানি মুখে দিয়ে বলল আমার বুকে ব্যাথা হচ্ছে,এই বলে বিছানায় হেলান দিয়েই চলে গেলেন আমাদেরকে ছেড়ে এই পৃথীবি থেকে চির বিদাই নিয়ে।
ঐ রাত্রেই আমার বড় ভাবীর বড় বোনের ছেলে (আমার সমবয়সি) পেটের ব্যাথায় বমি করে।পরে হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালেই রাত্র তিনটায় মৃত্যুবরন করেন।
শত কষ্ট বেধনার মাঝেও একটা শান্তনা যে ওনারা খুব সুন্দর দিনে পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই জান্নাতের রাস্তা ধরে আল্লাহর কাছে চলে গেলেন।
সবাই দোয়া করবেন যেন মহান আল্লাহ্ রাব্বুল আলামীন ওনাদেরকে সেই অফুরন্ত দিনের জন্য জন্নাতের বাসিন্দা করে দেন। আমীন!
দুটো মৃত্যুই অকল্পনীর অভাবনীয় ছিল আমাদের কাছে,কিন্তু এটাই আল্লাহর বিধান।
এই পৃথীবিতে আমরা কত আসহায়।
মৃত্যুর সময় চলে আসলে এক মিনিটের সময়ও আর পাওয়া যায়না।আল্লাহ্ যেন আমাদের সবাইকে আখেরাতের পুজি নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন।আমীন!
বিষয়: বিবিধ
১৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন