আমরা অনেক সময় ধন্যবাদ দিতে ভুলে যাই।
লিখেছেন লিখেছেন সান বাংলা ০৭ জুলাই, ২০১৩, ০৪:৩০:২১ বিকাল
শুক্রবারে কিছু সোনার গহনা কিনব বলে সোনার মার্কেটে গেলাম।
কিছু গহনা পছন্দ করে দাম ঠিক করলাম,যখন বিল তৈরী হল তখন দোকানিকে আটশত দেরহাম বেশি দিলাম।
ঘটনা হচ্ছে যখন গ্রাম হিসেবে দাম করলাম এবং মেকিং চার্জ ঠিক করলাম তখন সব ঠিক আছে,টুটাল ৮০৮০দেরহাম আসল।ওকে সব ঠিক আছে।কিন্তু যখন বিল দিতে কাউন্টারে গেলাম তখন আমার কেন যেন মনে হচ্ছে বিল ৮৮৮০দেরহাম ঐ হিসাবে ৮৯০০দেরহাম দিলাম।
দোকানী দেরহাম হাতে নিয়ে কিছু সময় আবার তার হিসাব চেক করে আমাকে বলল ভাই দেরহমতো বেশি আছে,এই বলে আমাকে আটশত দেরহাম ফিরিয়ে দিল।
নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে,মনে হচ্ছে আমি বুজি কোন অন্যায় করে ফেললাম।
বিল এবং সোনার গহনা নিয়ে দোকান থেকে বেরিয়ে গেলাম কিন্তু দোকানীকে তার সততার জন্য ধন্যবাদ দিতে ভুলে গেলাম।
গাড়ীতে উঠে দোকানীকে ফোন করে স্যারি এবং ধন্যবাদ দুটো-ই বললাম!
বিষয়: বিবিধ
১৫৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন