যতদিন মা,মা রবে কেদে উঠবে শিশু,ততদিন ভুলবো না একুশে ফেব্রুয়ারী।
লিখেছেন লিখেছেন ওমর শরীফ ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৪৫:৪৮ রাত
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
না,পারিনা,মাকে কিছুতেই ভোলা যায়না,মায়ের মুখের ভাষা ভোলা যায়না।
মা,মা বলে যতদিন ডাকবো আদরিনী মাকে;ততদিন সহস্র শ্রদ্ধায় মনের আবেগে দোল খেয়ে যাবে একুশে ফেব্রুয়ারী।মায়ের আদরের প্রতিটি পরশে পরশে মিশে থাকবে; সালাম,জব্বার,রফিক,বরকতের প্রানের বিনিময়ে অর্জিত একুশে ফেব্রুয়ারী।
যতদিন শিরায় শিরায় বইবে পবিত্র মায়ের রক্ত ততদিন ভুলবোনা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।যে ভাই রক্তে রাঙা হয়ে দিয়ে গেছে; আমার ভাষায় কথা বলার অধিকার।কি করে ভুলে যাই তাদের কথা?সে ভায়ের রক্তের কসম কখনো ভুলবোনা একুশে ফেব্রুয়ারী।
যতদিন শিমুল পলাশের ডালে ডালে ছড়াবে আগুন;ফুলের সৌরবে বাতাস-মৌতাত হয়ে বারে বারে আসবে ফাগুন;ততদিন ভুলবো না একুশে ফেব্রুয়ারী।
যতদিন বাগানে বাগানে ফুটবে কতো ফুল; গোলাপ,শেফালী,জুই,ছামেলী অপরুপ অতুল।
ততদিন ভুলবো না একুশে ফেব্রুয়ারী।
যতদিন পাখিরা গাইবে কত গান অফুরান; পাহাড়ী ঝরনা বয়ে যাবে দিবাযাম অবিরাম।
ততদিন ভুলবো না একুশে ফেব্রুয়ারী।
যতদিন বাংলার সোনালী ধানের ক্ষেতের উপর বাতাস নেচে যাবে
মাথা উচু করে গর্বিত অহংকারে দুলতে থাকবে লাল সবুজ পতাকা।
ততদিন ভুলবো না একুশে ফেব্রুয়ারী।
যতদিন রবে বাংলার মাঠ-ঘাট,পুকুর,নদ-নদীর দু’কুল
শিউলি,বকুল,হিজল আর হিজলের ফুল।
ততদিন ভুলবো না একুশে ফেব্রুয়ারী।
যুগ যুগ ধরে কতো জন কতো কথা কবে
সেই কথার প্রতিটি বর্ণ মালায় একুশে ফেব্রুয়ারী রবে।
যতদিন বাংলার সবুজ বুকে উড়ে যাবে শালিক;
যতদিন কুহ কুহ ডাকে কোকিল আনবে বসন্ত;
ততদিন ভুলবো না একুশে ফেব্রুয়ারী।
যতদিন মা,মা রবে কেদে উঠবে শিশু,ততদিন ভুলবো না একুশে ফেব্রুয়ারী।
ভুলবো না, ভুলবো না মা,তোমায় দিলাম কথা,যতদিন গৌধূলীর রং নিয়ে সন্ধ্যা মালতি হবে লাল,আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী ;আমার হৃদয়ে; থাকবে চিরকাল।
বিষয়: বিবিধ
১৭২৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন