আমায় দেবে কি তুমি একটু স্বাধীনতা?

লিখেছেন লিখেছেন ওমর শরীফ ১১ ডিসেম্বর, ২০১৪, ০১:৪৪:২৯ দুপুর



স্বাধীনতা,ও আমার স্বাধীনতা!

আমায় দেবে কি তুমি একটু স্বাধীনতা?

তোমায় কিনতে হয়েছে অনেক দামে; লাখো প্রানের বিনিময়ে

অনেক কষ্ট বুকে নিয়ে,হাতে লোহার অস্ত্র দিয়ে।

তোমাকে আমি করেছি স্বাধীন

তবে দেবেনা কেন তুমি আমায় একটু স্বাধীনতা?

তোমার জন্য কতদিন না খেয়ে থেকেছি

তোমার জন্য কতরাত না ঘুমে জেগেছি।

তোমার জন্য মায়ের মুখের হাসি টুকু হারিয়েছি।

মনে কি পড়েনা??

‘যে দিন মা কেঁদেছিল ছেলে হারানোর শোকে

বোনের মমতা কেঁদেছিল সেদিন করুন আর্তনাদে।

তোমার জন্য যুদ্ধ করেছি কঠিন বাস্তব মুখে।

তোমার জন্য দিতে হয়েছে লাখো লাখো তাজা প্রান

তোমার জন্য হারিয়েছি,’মা’ মধুর সেই নাম।

বুকের তাজা রক্ত দিয়েছি,ঐ দেখ! পতাকার মাঝে গাঁথা

সবাই বলে হয়েছে স্বাধীন;কিন্তু পেয়েছি কি স্বাধীনতা?

তোমার জন্য কতরাত কেটেছে কত ভয়ে

তোমার জন্য লুটেছিল প্রান বুলেটের আঘাতে।

তোমার জন্য অসহায় মা,ক্লান্ত চোঁখে তাকিয়ে ছিল পথপানে

খোকা তার যুদ্ধে গেছে;ফিরে আসবে স্বাধীনতা নিয়ে।

মায়ের চোঁখে রঙ্গীঁন স্বপ্ন;থাকবেনা আর অভাব কোনো;মুছবে সকল যন্ত্রনা

থাকবেনা আর হাঁহাঁকার;রইবেনা আর পাপাচার;এই ছিল তার সান্তনা।

দেশ তো মোদের স্বাধীন হলো,তবে কেন?

কেন?দেবেনা আমায় একটু স্বাধীনতা!

আজ ও কেনো দেখতে হয় ক্ষুদার্থ মাখা মুখ গুলো ?

কেনো দেখতে হয় হিংসা ভরা চোঁখ গুলো? ।

আজ ও কেন যায়নি মেশিন গানের সেই ভয়ংকর আওয়াজ?

আজ ও কেনো মায়ের কোলে যায়না বসে থাকা

আজ ও কেনো মায়ের হাঁসি যায়না ধরে রাখা?

আমিতো যুদ্ধ করেছি,কঠিন যুদ্ধ; ছিনিয়ে এনেছি এই দেশ।

মায়ের ভাষার দাম দিয়েছি;নাম দিয়েছি বাংলাদেশ।

তবে কেন?কেনো দেবেনা আমায় একটু স্বাধীনতা?

তবে কি,আজ ও এদেশ স্বাধীন হয়নি?

আজ ও পাইনি স্বাধীনতা!



বিষয়: সাহিত্য

২১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File