‘‘মৃত্যুকে যারা ভালোবেসে নাম দিয়েছে “প্রিয়তমা”।

লিখেছেন লিখেছেন ওমর শরীফ ২৮ অক্টোবর, ২০১৪, ০৩:৪৯:২৯ দুপুর



‘মৃত্যু’,তোমায় আদর করে কি নামে ডাকব আমি? তোমার নামটি উচ্চারনে কেন এতো ভয় জাগে বুকে! তোমায় দেখলে কেনইবা সকলে পালাতে চায়। তবেকি তুমি নিদারুন তোমার কি কোনই সৌন্দর্য নেই। তুমি কি কেবলি কুৎসিত! নাকি তুমি শুধুই মৃত্যু যার কোন বর্ননা নেই। তোমাকে দেখে ভয়ে দৌড়ে পালাব নাকি তোমায় গলায় জড়িয়ে ধরব! ওরা মৃত্যুকে দেখে খুঁজে পায়রার খোপ কিংবা ডোবার ক্লেদ। না! আমি তাদের কেউ নই, ‘আমি ২৮ অক্টোবর’। আমি সেই রক্তাক্ত ২৮ অক্টোবর। আজ আমার রক্ত ঝরার দিন। আমি আজ বলছি সেই সব শহীদদের কথা যারা মৃত্যুকে দেখে বলেছে বাহ, তুমি কতো সুন্দর! যারা মৃত্যুকে ভালোবেসে নাম দিয়েছে “প্রিয়তমা”। গলায় জড়িয়ে আলিঙ্গন করেছে আমারী বুকের উপর দাঁড়িয়ে। আমি ধন্য হয়েছি; তাদের শরীরের প্রতিটি পবিত্র রক্ত আমার এই উষ্ণ বুকটাকে শীতল করে দিয়েছিল’ ‘আজকের এই দিনে। তাদের হাস্যজ্জল চোখগুলো আমার আত্মাটাকে আজও নাড়া দেয়। তাদের ‘আল্লাহু আকবার’ ধ্বনি শুনার জন্য আমি ফেটে চৌচির হয়ে যাই। আমি চিৎকার দিয়ে বলি ওহে, অমানুষের দল আল্লাহর এই প্রিয় মানুষগুলোকে তোমরা একে একে মেরে ফেলছো কেন? ওদের মেরো না। ঐ পশু গুলো আমার কোন কথাই শুনেনি। হয়তো পশুও সেদিন তাদের দেখে বলেছে আহা,কি চমৎকার! আজকে তোমরা আমাদের পশুত্বটাকেও ছাড়িয়ে গেলে। শয়তান ও হয়তো সেদিন অট্রহাসিতে হেঁসে ছিলো।

ওহ,এতো রক্ত! দেখে মনে হলো আজ বুঝি পশু জবাইয়ের দিন! অথচ না! আজ কিছু মানুষ রুপী পশু একত্রিত হয়ে আল্লাহর সৃষ্টি সেরা মাখলুকাত মানুষকে পশুর মত নির্মম ভাবে হত্যা করেছে। যে নির্মমতার কোন বর্ণনা নেই। যে ধিক্কার জানাবার কোন ভাষা নেই। সেদিন পুরো পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে আমাকে। দেখেছে সেই পশুদের; যারা তাদের বিকেক আর বুদ্ধিতে পশুত্ত্বের কালিমা অঙ্কন করেছিল। আর আমি হয়েছি কলঙ্কিত। আমার স্থান হয়েছে ইতিহাসের কালো অধ্যায়ে। যুগ থেকে যুগান্তর পর্যন্ত সকল বিবেকবান মানুষ আমাকে স্বরন করবে। আমিও আমার সৃতিতে বয়ে নিয়ে যাব কিছু নিস্পাপ আর নিরপরাধ মানুষ আর কিছু মানুষরুপী জানোয়ারদের।

কি করে সম্ভব একের পর এক জীবন্ত তরতাজা মানুষগুলোকে সাপের মত নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা। কি দোষ ছিল ওদের? আল্লাহর পথে পথহারা মানুষকে ডাকা কি তাদের অপরাধ ছিল? সত্যের আলোয়ে আলোকিত একটি সমাজ উপহার দেয়াই ছিল যাদের জীবনের লক্ষ্য। সেটা যদি তাদের অপরাধ হয়ে থাকে তবে সেই ২৮ অক্টোবরের প্রতিটি শহীদের প্রতিটি রক্তকনা আল্লাহর কসম করে আমাদের জানান দিয়ে গেছে; খবরদার! আমাদের অপরাধে তোমরাও একই অপরাধী না হওয়া পর্যন্ত মৃত্যু বরন করো না! এই অপরাধে অপরাধী হওয়া ছাড়া কোন মুক্তি নেই। নেই কোন সফলতা। আমাদের এই নির্মম মৃত্যু দেখে;বাতিলের আঘাতে ছিন্ন-ভিন্ন দেহ দেখে যদি তোমরা পিচু হটে যাও যদি ভয় তোমাদের মৃত্যু হতে পালিয়ে নিতে চায় । তবে আরেকবার দেখে নাও আমাদের রক্তমাখা মুখগুলো। বাতিলের আঘাতে জর্জরিত আমাদের ছিন্ন-ভিন্ন দেহগুলো বারবার দাঁড়িয়ে তোমাদের কি বলতে চেয়েছিলো! ভেতরের আত্মার ধ্বনিগুলোও আরেকবার ভালো করে কান পেতে শুনে নাও। ২৮ অক্টোবরের সেই অধ্যায়টা খুলে আরেকবার পড়। আমাদের অগ্নীঝরা চোখগুলোর দিকে তাকিয়ে এবার বল, মৃত্যুকে তোমার কি মনে হয়! নিশ্চই এতক্ষনে মৃত্যুকে প্রিয়তমার মতন গলায় জড়াতে ইচ্ছে করছে! হ্যাঁ, যদি তাই হয়; তাহলেই কেবল আমাদের আত্মাগুলো শান্তি পাবে। নচেৎ আমাদের স্বরনে তোমাদের ক’ফোটা অশ্রু আমাদের কষ্টটাকে আরো রক্তাক্ত করবে। আমাদের ব্যাথা গুলোকে কষ্টে কষ্টে আরো ব্যাথিত করবে। আমাদের বার্তা শুধু এতটুকুই বাতিলের মসনদ ভেঙ্গে চুরে চুরমার করে দাও। সবুজ পাখীর নীড়ে তোমরাও ছটে আসো। আমরা তোমাদের সাক্ষাতের প্রতীক্ষায় রইলাম।

‘আমি ২৮ অক্টবর’, আজকের এই দিনটিকে হয়তো অনেকেই ভুলে যান কিন্তু আমি ভুলিনা। ভুলেনা সেইসব মায়েরা। আমি সেই সকল শহীদি মায়েদের বুকফাটা কান্না শুনতে পাই। তাদের বলি তোমরা কেঁদোনা তোমাদের চোখে অশ্রু বেমানান। পৃথিবীর প্রতিটি লাল গোলাপ আজকের দিনে শুধুই তোমাদের জন্য; চেয়ে দেখ কি অপরুপ আর কতো লাল, যেন তোমার সেই আদরের সন্তানের রক্তমাখা প্রতিচ্ছবি। কিদারুন তার সুগন্ধ । তোমারাই পৃথিবীর শ্রেষ্ঠ মা, তোমারাই এনেছিলে এ ধরায় দ্বীনের জ্যোতি, যারা দুনিয়ার সমস্ত সত্যপথ যাত্রীদের মরতে মরতে শিখিয়ে গেছেন; মৃত্যুভয়ে পালিয়ে নয় বরং মৃত্যুকে আলিঙ্গন করে প্রিয়তমার মত বুকে জড়িয়ে ধর। হাঁসতে হাঁসতে ছুটে চল অনন্ত অসীম জান্নাতের ঠিকানায়। আজকের এই দিনে সেই শহীদদের ও তাদের মায়েদের আমার লাল সালাম।

বিষয়: বিবিধ

১৫৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278970
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৯
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। Thumbs Up Rose Rose Good Luck
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩০
222799
ওমর শরীফ লিখেছেন : Rose Rose Rose
278995
২৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৯
ফখরুল লিখেছেন : আজকে এই গান টা শুনেছি কয়েকবার।
মালেক ভাইয়ের মা
কাশেম ভাইয়ের মা।
সাব্বির ভাইয়ের মা।
বেলাল ভাইয়ের মা।
মাসুম ভাইয়ের মা।
শিপন ভাইয়ের মা।
জসিম ভাইয়ের মা।
মুজাহিদ ভাইয়ের মা।
তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় দ্বীনের জতি, সালাম জানায় তোমায় ফেরেশতা।

আপনার লেখাটি পড়ে অনেক ভাল লাগলো। মনের কথা গুল অংকিত হল আপনার লেখায়।

শহীদের লাল খুন ঝরে যে জমিনে বিজয় আসে সেথা আল্লাহর রহম দানে।
আপনাকে ধন্যবাদ ওমর শরীফ ভাই ভাল লেখাটি।
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩২
222803
ওমর শরীফ লিখেছেন : আমাদের শহীদেরা সবচেয়ে বড় সম্পদ রেখে গেছে দ্বীধাহীন সোজা রাজপথ। আপনাকে অনেক ধন্যবাদ Rose Rose Rose
279000
২৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৯
চেয়ারম্যান লিখেছেন : আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করুক
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩২
222806
ওমর শরীফ লিখেছেন : আমিনPraying Praying Praying
279022
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : এই শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ইসলামের পতাকা বাংলার জমিনে উড়বে ইন্সাআল্লাহ .।.।
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৫
222809
ওমর শরীফ লিখেছেন : আসুকনা যত বাঁধা যত ঝড় সাইক্লোন
রাসূলের পথে মোরা চলবোই
এজীবন বাজী রেখে দ্বীনের নিশান মোরা
বাংলার আকাশে উড়াবোই। ইন্সাআল্লাহ Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File