ইসলামী চেতনা পরিপন্থি ভালোবাসা দিবসকে না বলি৷

লিখেছেন লিখেছেন নেওয়াজ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৫৫:৪০ রাত

ইসলামী চেতনা পরিপন্থি ভালোবাসা দিবসকে না বলি৷

অামরা মুসলমান, কথাটি কেবল মুখেই রয়ে গেল৷ অামাদের কাজে কর্মে এর বিন্দুমাত্র প্রমাণ অামরা দিতে পারি না৷ ইসলামের চেতনার প্রকাশ তো দুরের কথা ইসলামে যে চেতনা বলে একটা ব্যাপার অাছে সেটাও অামরা প্রায় ভুলতে বসেছি৷ অার কিছুক্ষণ পরে দিনের অালো ফোটা সাথে সাথেই শুরু হয়ে যাবে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের নামে বেহায়াপনা ও অশ্লীলতা৷ মুসলিম প্রধান এই দেশে অামরা যারা নিজেদের মুসলিম বলে দাবী করি এবং গর্ববোধ করি তারাই সম্পৃক্ত হবো ইসলাম বিরোধী এই অপসংস্কৃতির সাথে৷ মিডিয়ার বদৌলতে এই অপসংস্কৃতিটি অাজ জাতীয় উৎসবে পরিনত হয়েছে৷ এর পরিণাম যে কতটা ভয়াবহ তা অামরা সকলেই অামরা অাচ করতে পেরেও অসহায়ের মতো চুপ করে বসে বসে অামাদের জাতীর ধ্বংস উপভোগ করছি৷ অামাদের অভিভাবক মহল সব কিছু জেনে বুঝে উট পাখির মতো বালুর মধ্যে মাথা গুজে এই অশ্লীলতা ও বেহায়াপনার গড্ডালিকা প্রবাহে নিজেদের সন্তানদের কেন যে গা ভাসাতে দিচ্ছেন তা বুঝে অাসছে না৷ বিশ্ব ভালোবাসা দিবসের পরিণতি যে সমাজে কি তা সেই মিডিয়ার বদৌলতে অামাদের কাছে অাজ অজানা নয়৷ সমাজে অাজ প্রেম ভালোবাসার নামে ধর্ষণ, হত্যা, বিয়ের পূর্বেই গর্ভ ধারন যেন মহামারীর অাকার ধারন করেছে৷ অার এসবের মূলে যে মিডিয়া সৃষ্ট তথাকথিত দিবসগুলোই দায়ী তা নিশ্চয় কেউ অস্বীকার করবেন না৷ অার এসব থেকে মুক্তি দিতে পারে একমাত্র ইসলামী অনুশাসন৷ ইসলামের চেতনা বুকে লালন করে কুরঅান ও হাদীসের অালোয় নিজেদের অালোকিত করেই এই মহামারী থেকে নিজেদের রক্ষা করা সম্ভব৷ অাল্লাহ অামাদের সহায় হোন৷

বিষয়: বিবিধ

১৩১৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304382
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:০০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন :


আসুন ইসলামী ভ্যালেন্টাইন পালন করি......।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:৪১
246220
ভোলার পোলা লিখেছেন : http://www.bd-today.net/blog/blogdetail/detail/8972/mfaruque07/61527

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File