দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভালই লাগে

লিখেছেন লিখেছেন নেওয়াজ ৩১ ডিসেম্বর, ২০১৩, ০১:১০:৩৫ দুপুর

দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভালই লাগে। আসামী নয়, বিরোধী জোটের নেতা কর্মীদের ধরতে গিয়ে যখন বাসার কমোড বা বেসিনটিও হামলার স্বীকার হয়, তখন বলতে বাধ্য হচ্ছি দেশ এগিয়ে যাচ্ছে। তাদের কাংক্ষিত মানুষটিকে না পেয়ে যখন পরিবারের অন্যান্য সদস্যদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এমন কি মহিলারাও রেহাই পাচ্ছে না। বিরোধী জোটের কর্মসূচিও ইদানিং সরকার দলীয় নেতা কর্মীরা পালন করছে। একজন সাবেক প্রধানমন্ত্রীকে কি অভিনব কায়দায় বালির ট্রাক ফেলে বাসায় আটকে রাখা হচ্ছে। বালির বস্তা ফেলে পানির স্রোত আটকাতে দেখেছি, যুদ্ধের ময়দানে বাংকার তৈরী করতে দেখেছি কিন্তু বিরোধী দলীয় নেতাকে বাসায় আটকে রাখা দেখিনি। যৌথবাহিনীর অভিযানের নামে সরকার বিরোধীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভাংতে এর আগে কখনও দেখিনি। লগি বৈঠা দিয়ে রাজপথে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করতে দেখেছি কিন্তু বিরোধী দলীয় নেতা কর্মীদের বাসায় বাসায় গিয়ে গ্রেফতার কিংবা শান্তিপুর্ণ মিছিলে নিরস্ত্র মানুষের উপর গুলি করতে কখনই দেখিনি। যা ঘটছে, তা যে ভাল হচ্ছে না তা আমরা সবাই বুঝতে পারছি কিন্তু যে প্রতিহিংসার জন্ম নিচ্ছে তা আমরা প্রশমণ করবো কিভাবে? এ বাড়ি ও বাড়ি মারামারি, কাটাকাটি মোটেও আমাদের জন্য ভাল না। একটি দল চিরদিন কি ক্ষমতায় থাকবে? একদিন না একদিন তো ক্ষমতা পরিবর্তন হবেই। তথন কি হবে? আমরা কি ভেবে দেখেছি কখনও?

বিষয়: রাজনীতি

১১৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File