রথযাত্রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতকরণ অপর দিকে রমযানের শোভাযাত্রায় একই প্রতিষ্ঠানের না

লিখেছেন লিখেছেন নেওয়াজ ১১ জুলাই, ২০১৩, ১১:১৬:৪০ সকাল



শুরু হয়েছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সিয়াম সাধনা ও এবাদতের মাস রমযান। একই দিন শুরু হচ্ছে দেশের দ্বিতীয় প্রধান ধর্মীয় জনগোষ্ঠী সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও রথমেলা। নানা আয়োজনের মধ্য দিয়ে নয় দিন ধরে উদযাপিত হবে উৎসবটি। আজ বিকাল ৩টায় বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ পুরান ঢাকার স্বামীবাগের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) থেকে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাসহ রথ তিনটি টেনে টিকাটুলি, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা, পল্টন মোড়, প্রেস ক্লাব, দোয়েল চত্বর, টিএসসি, জগন্নাথ হলের সামনে দিয়ে পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হবে বিকাল ৫টায়। শুরুর আট দিনের মাথায় আগামী ১৭ জুলাই বিকেলে উল্টো রথযাত্রার মাধ্যমে একই পথে রথটি ফিরে যাবে ইসকন মন্দিরে। হিন্দুদের এই ধর্মীয় উৎসব পালনে ঢাকার রাস্তায় শোভাযাত্রা করার অনুমতি দেয়ার পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এদিকে মুসলমানদের পবিত্র রমযান মাসকে স্বাগত জানাতে ঢাকায় শোভাযাত্রা করার জন্য ডিএমপি কমিশনার বেনজির আহমেদের কাছে আবেদন জানিয়েও অনুমতি পায়নি ইসলামী ছাত্রশিবির। এ সংগঠনটি গত ৩৫ বছর ধরে রাজধানীসহ সারা দেশে পবিত্র রমযান মাসের শুরুর আগে শোভাযাত্রা বের করে আসছিল। শোভাযাত্রা থেকে মুসলমানদের রোজা পালনের তাগিদ দেয়া হতো। গতকাল বুধবার সকাল ১০টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে রমযান উপলক্ষে শান্তিপূর্ণ শোভাযাত্রার অনুমতি চেয়ে মঙ্গলবার ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছিল শিবির। কিন্তু কমিশনার অনুমতি দেয়নি। ৩৫ বছরের ঐতিহ্য অনুসারে রমযানের পবিত্রতা বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য শোভাযাত্রা করতে চেয়েছিলেন শিবিরের নেতা-কর্মীরা। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্ম পালনের সাংবিধানিক অধিকারের বিষয়টি বিবেচনা করে সরকার শান্তিপূর্ণ একটি শোভাযাত্রা বের করার সুযোগ দেবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু সরকার এর অনুমতি দেয়নি। এর মাধ্যমে সরকার যে ইসলামবিদ্বেষী আরেকবার তা প্রমাণ হলো।’

বিষয়: বিবিধ

২১২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File