মত প্রকাশের স্বাধীনতা দিন

লিখেছেন লিখেছেন সত্যকথন ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:১৫:৫৮ বিকাল

মত প্রকাশের স্বাধীনতা চাই যেমনি ভাবে প্রজন্ম স্কয়ারের সৈনিকেরা অবাধে মত প্রকাশ করতে পারছে । শাহবাগের আন্দোলন থেকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় সরকারী থাকা-খাওয়ার বন্দোবস্তে যখন 'একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর' শ্লোগান দেয়ার অধিকার থাকে তাহলে আরেকপক্ষের কেন একই ধরণের শ্লোগান দেয়ার অধিকার থাকবেনা?

অথবা 'আদালতের বিচার নয়, ফাসি চাই' শ্লোগান উচ্চারণে আদালতের অবমাননা না হয় তাহলে অপর পক্ষের আদালতের বিরুদ্ধে মিছিল করার অধিকারও দেয়া উচিত। শাহবাগের সাথে কি কেউ ভিন্নমত পোষণ করতে পারেনা? পুলিশি নিরাপত্তা বা সরকারের বন্দোবস্ত না হউক অন্তত: ভিন্নমতকে তার মত প্রকাশের সুযোগ দেয়া উচিত। মানুষ যখন কোন একটি বিষয়ে ভিন্ন ধারণা পোষণ করে ক্রোধান্বিত হয় তখন মুখ বা ভাষা প্রকাশ করে সে তার ক্রোধকে সংবরণ করে। আর যখন এই পথটি বন্ধ হয়ে যায় তখন কি ঘটে তা বিভিন্ন ভাবে ইতিহাসে পাওয়া যায়। আমাদের দূর্ভাগ্য আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিনা।

দয়া করে যার যার মত প্রকাশের স্বাধীনতা দিন। এটাই গনতন্ত্র, এটাই মানবতা।

বিষয়: বিবিধ

১৫৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File