দিগন্ত, ইসলামী টিভি বন্ধতো সব বন্ধ

লিখেছেন লিখেছেন সত্যকথন ০৯ মে, ২০১৩, ০৫:৩৮:২৫ বিকাল





আমার দেশ এরপর দিগন্ত আর ইসলামী টিভি। মাত্র একমাসের ব্যবধানে তিন তিনটি গনমাধ্যম বন্ধ করে আওয়ামী সরকার তাদের ফ্যাসিবাদী চরিত্রটিই প্রকাশ করেছে। ভিন্ন মত অথবা ফ্যাসিবাদী আচরণের প্রতিবাদ বা প্রকাশ আজ নিষিদ্ধ। '৭৫ এর আচরণ ২০১৩ তে এসেও পরিবর্তন হয়নি। কয়লা ধুইলে কি আর ময়লা যায়? বাদ বাকী টিভি চ্যানেলগুলো সরকারের লেজুরবৃত্তি , ভারতীয় সংস্কৃতি আর ইসলামের বিরুদ্ধাচারণ করার কারণে এখন পর্যন্ত সচল আছে। কিন্তু আমরা যারা দর্শক আমরা কি সরকার এবং তাদের পদলেহন ও ইসলামী আন্দোলন সম্পর্কে মিথ্যা প্রচারকারী টিভি চ্যানেলগুলোর এ মিথ্যাচার প্রচার শুধুই দেখে যাব? আমাদের কি কোন দায়দায়িত্ব নেই? চলুন আমরা স্বউদ্যোগে আমাদের ডিশ লাইনগুলো কর্তন করি এবং অন্যকেও এতে উদ্বুদ্ধ করি। আর এতে যদি সরকারের বা বাকী চ্যানেলগুলোর শুভ বুদ্ধির উদয় না হয় তাহলে দিগন্ত, ইসলামী টিভি দেখা বন্ধতো আমরা স্বউদ্যোগে পুরো দেশে লাইন বিচ্ছিন্ন করে সব চ্যানেল বন্ধ করার ব্যবস্থা করি।

মনে রাখতে হবে 'কাটা দিয়েই কাটা তুলতে হয়'।

বিষয়: বিবিধ

১৮৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File