ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগ অস্বীকার ‘দ্যা ইকোনমিস্ট’ এর
লিখেছেন লিখেছেন কাফেলা ২৫ মার্চ, ২০১৩, ০২:৫৩:২৬ দুপুর
লন্ডনভিত্তিক পত্রিকা ‘দ্যা ইকোনমিস্ট’ তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগ অস্বীকার করে লিখিত জবাব দিয়েছে। পত্রিকার পক্ষে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এই জবাব দেন। পরে বিচারক এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন। এরআগে ইকোনমিস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খানকে তাদের আইনজীবী হিসেবে নিয়োগ দেয় ইকোনমিস্ট। আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, ‘আজ আমরা ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিয়েছি।’ তিনি বলেন, ‘লিখিত জবাবে আমরা আদালত অবমাননার অভিযোগ অস্বীকার করেছি। আমরা বলেছি ১৯৭৩ এর অ্যাক্টের ১১ (৪) ধারার পরিপন্থী কোনো কাজ করা হয়নি। সুতরাং ট্রাইব্যুনাল যে আদালত অবমাননার অভিযোগ এনেছে, তা আমরা করিনি বলে অস্বীকার করেছি।’ গত বছরের ৬ ডিসেম্বর লন্ডনভিত্তিক ইকোনমিস্টের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়। কারণ জানাতে নোটিস জারি করে আদেশ দেন তৎকালীন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক নিজামুল হক নাসিম।
নোটিসে পত্রিকাটির সম্পাদক ও দক্ষিণ এশিয়া ব্যুরো চিফের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, এই মর্মে তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। এরপর বিচারপতি নিজামুল হকের স্কাইপে কেলেঙ্কারি দৈনিক ‘আমার দেশ’ পত্রিকাসহ বেশ কিছু পত্রিকায় প্রকাশ হয়ে যাওয়ায় বিচারপতি নিজামুল হক ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন