আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করেন তাহলে তাকে কেউ সম্মানিত করতে পারে না

লিখেছেন লিখেছেন আবু লাবীব ইউসুফ সরকার ১৮ এপ্রিল, ২০১৭, ০২:৪৯:৩৬ দুপুর

ইমাম ইবনে কায়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন:

* নিশ্চয় পাপ এবং আল্লাহর অবাধ্যতা যে নগরীতে প্রবেশ করেছে তিনি ঐ নগরীকে ধ্বংস করেছেন।

* আর তা যদি কোন অন্তরে প্রবেশ করেছে তাহলে ঐ অন্তরের অন্তর দৃষ্টি হরণ করা হয়েছে।

*আর তা কোন শরীরে প্রবেশ করলে ঐ শরীর শাস্তির সম্মুখীন হয়েছে।

* আর তা কোন ব্যক্তির মাঝে প্রবেশ করলে তা ঐ ব্যক্তিকে বিভ্রান্ত করেছে।

* পাপের পরিণতি যদি শুধু এতটুকুই হত যে পাপের কারণে বান্দা আল্লাহর নিকট লাঞ্ছিত হবে এবং তাঁর সুদৃষ্টি থেকে বঞ্চিত হবে তাহলে এতটুকুই যথেষ্ট ছিল,কারণ আল্লাহ যখন কোন বান্দাকে লাঞ্ছিত করেন তখন তাকে কেউ সম্মানিত করতে পারে না।

আল্লাহর বাণী:আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না। (সূরা হাজ্ব-১৮)

আর ইহকাল এবং পরকালে এমন কোন রোগ ও অকল্যাণ আছে কি যার কারণ পাপ ও অবাধ্যতা নয়? ( আদ দা ওয়াদ দাওয়া পৃ৪২)

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382733
১৮ এপ্রিল ২০১৭ রাত ০৮:৫১
হতভাগা লিখেছেন : পৃথিবীতে মানুষের উপর যে বিপদ আসে তাদেরই আপন হস্তে কৃত কর্মের ফলে । এসব থেকে উদ্ধারে একমাত্র আল্লাহই আছেন রক্ষাকর্তা হিসেবে।
১৯ এপ্রিল ২০১৭ সকাল ১১:৫৪
316223
আবু লাবীব ইউসুফ সরকার লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
382743
১৯ এপ্রিল ২০১৭ রাত ১১:১৯
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করেন তাহলে তাকে কেউ সম্মানিত করতে পারে না ধন্যবাদ অনেক ভালো লাগলো
২০ এপ্রিল ২০১৭ রাত ০৯:২১
316233
আবু লাবীব ইউসুফ সরকার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File