আল্লাহ তুমি কবুল কর
লিখেছেন লিখেছেন আবু লাবীব ইউসুফ সরকার ০৯ মার্চ, ২০১৫, ০২:৪০:১৬ দুপুর
প্রিয় ব্লগার ভাই ও বোনেরা, আজ আপনাদের সাথে আমার একটি আনন্দ অনুভুতি শিয়ার করছি। আমার অনুবাদ কৃত একটি বই 'ফাযায়েলে কোরআন' বইটি বাংলদেশে ছাপা হয়েছে। ঢাকা বাংলা বাজারের পিস পাবলি কেশন্স বাইটি ছেপেছে। অবশ্য ইতি পূর্বে সৌদী আরবে বাইতুস সালাম প্রকাশনী থেকেও বইটি প্রকাশিত হয়েছে।
আল্লাহর মেহেরনাবানীতে আরো কিছু বই অনুবাদ করার সুযোগ হয়েছে যা ঢাকা ও রিয়াদের বিভিন্ন প্রকাশনী থেকে ছাপা হয়েছে।
মহান আল্লাহর নিকট এই আশা করি যেন তিনি তা তাঁর দ্বীনের খিদমত হিসেবে কবুল করেন। আমীন।
আজকে দৈনিক নয়া দিগন্তে বইটির একটি পরিচিদেখে ভাল লাগল তাই আপনাদের সাথে শেয়ার করলাম।আপনাদের দোয়া প্রার্থী।
Click this link
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ আপনার চেষ্টাকে কবুল করুন। আ-মী-ন।
মন্তব্য করতে লগইন করুন