আরব বসন্ত বনাম বাংলার বসন্ত

লিখেছেন লিখেছেন আবু লাবীব ইউসুফ সরকার ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩৫:২৯ দুপুর

গত কয়েক বছরে কয়েকটি আরব দেশে ঘটেগেল এক অপূর্ব বিপ্লব, যার সৈনিক ছিল নিরস্ত্র সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের গণরোষ, দীর্ঘ দিন থেকে চলে আসা একদলীয় স্বৈর শাসাকদের বিরুদ্ধে রুখে দাড়াঁয় সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ এবং অল্প দিনের আন্দোলনে তারা স্বৈর শাসকদেরকে ক্ষমতার মসনদ থেকে হটাতে সক্ষম হয়।আজ সেখানে চলছে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার মৃদু চেষ্টা। আশাকরি আল্লাহ্ তাদের সহায় হবেন এবং তাদের মনের আশা পূর্ণ করবেন।

ইতিমধ্যে আমাদের দেশেও ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে, আর এই বসন্তের সুভাগমনের ঠিক পূর্বক্ষণে সেখানে শুরু হয়েছে এক গণজাগরণ। কিন্তু এই জাগরণ বাস্তবেই গণমানুষের চাওয়া পাওয়ার বহিঃপ্রকাশ না কোন সাজানো সিরিয়াল তানিয়ে স্বচেতনদের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে।

সে সংশয় নিরশন হবে তা সময় বলেদিবে।

তবে আমি আরব বসন্ত এবং বাংলা বসন্তের মাঝে কিছু বৈপিরত্যের কথা তুলে ধরতে চাই। আর তাহল নিম্ন রূপঃ

এক. আরব বস্ত ছিল নিপিড়িত নির্যতিত সাধারণ গণ মানুষের একটি গণ জাগরণ আর বাংলা বসন্ত ক্ষমতাসীনদের ছত্র ছায়ায় এক ডিজিটাল আন্দোলন।

দুই. আরব বসন্তের সৈনিকরা নিজেদের নিকট যা ছিল তা নিয়ে ঝাপিয়ে পড়েছিল আর বাংলা বসন্তে অংশগ্রহণকারীরা বিভিন্ন ভাবে সরকারী সুবিধা ভোগ করছে।

তিন. আরব বস্ত ছিল গণ মানুষের ন্যায্য আধিকার আদায়ের আন্দোলন আর বাংলা বসন্ত হল রাষ্ট এবং আদালত বিরোধিতার আন্দোলন।

পরিশেষ কথা হল উভয় বসন্ত কি একেই ফল আশা করতে পারে?

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File