যুদ্ধ অপরাধীর বিচার

লিখেছেন লিখেছেন শামীমুর ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:২৯:৫০ দুপুর

রাজাকার/ আলবদর/ আলসামস্/ পাকিস্তানী ও তাদের দোসর

বাঙ্গালী ও মুক্তিযুদ্ধ

বিএনপি ও জামাত

৪০ বছর পর যুদ্ধ অপরাধীর বিচার।

বাংলাদেশের জম্মের পর হতে আমি বিএনপি মতই সকল হত্যা বিচার চাই।

তবে শুরু করতে হবে ৭১ এর হত্যা, খুন, নারী নির্যাতন ইত্যাদি মানবতা বিরুদ্ধী অপরাধের বিচার থেকে।

আমরা চাই মানবতা বিরুদ্ধী অপরাধীর ফাঁসি।

বিএনপি আবেদন শাহাবাগ চত্বরে ২০১৩ সালের পূর্বের সকল হত্যা ও দুরনীতির বিচার, আমি ও চাই বিএনপি ক্ষমতায় গেলে জেল হত্যা ও বাকী সময়ের হত্যা ও দুরনীতির বিচার করবে।

আমরা রাজনীতি করি না, বুঝিও না; আমরা জানি যুদ্ধ অপরাধীর/মানবতা বিরুদ্ধী অপরাধীর ফাঁসি।

রাজীব ভাইয়ের রক্ত সাথে রাজনীতি নয়,

এক রাজীবের লুকান্তরে

“লক্ষ রাজীব জম্ম নেবে।”

রাজীবের মৃত্যু আমাকে ব্লগে লিখতে বাধ্য করল।

রাজীব ভাই তোমাকে লাল সালাম।

আমরা জেগে আছি তোমার হত্যার বদলা নিতে।

তোমার আত্নার মাগফেরাত কামনা করি।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File