কিভাবে বুঝবেন শীত এসেছে?
লিখেছেন লিখেছেন লালসালু ৩০ নভেম্বর, ২০১৪, ১১:৪৪:৫৮ রাত
সাবরিনার পাতলা পোষাক দেখে শুকিয়ে যেত জানটা
তাকে দেখলাম কাপড় দিয়ে ঢেকে রেখেছে কানটা!
হাঁটু পর্যন্ত প্যান্ট পরে পাশের বাড়ীর হেনা,
সে পরেছে ফুল প্যান্ট যাচ্ছেনা মোটেই চেনা!
শীলা পরে টাইট গেঞ্জী হাতা থাকে কাটা,
সে আজ হিজাব পরেছে মানে মাথা ঢাকা।
মুন্নীর বদনাম ছিল কারন, সে দেখাত নাভী,
সেও পরেছে লম্বা জ্যাকেট অবাক হয়ে ভাবি!
পারুল ভাবিকে লো কাট ব্লাউজে দেখেছি গতকাল,
তিনিও আজ গায়ে জড়িয়েছেন তিন হাত লম্বা শাল
বিষয়: সাহিত্য
১৩৭৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেও পরেছে লম্বা জ্যাকেট অবাক হয়ে ভাবি!
হাঁ হাঁ হাঁ ----------
শীত তুমি ধন্য !! সারা বছর যদি এই রকম শীত থাকতো, তবে আমার খুব সমস্যা হত ঠিক কিন্তু জাতীর অনেক উপকার হত।
অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাই।
কিন্তু এখন যে অনেকে ট্রান্সপারেন্ট ও পরে!!!
মন্তব্য করতে লগইন করুন