নারীর বয়স

লিখেছেন লিখেছেন লালসালু ২১ মে, ২০১৪, ০৮:২৫:৪৪ সকাল

নারীর বয়স!!

মেয়েদের বয়স আর

ছেলেদের মাইনে,

জিজ্ঞসা করে কখনো

সঠিক উত্তর পাইনে।

মাস্টার্স পাশ মেয়ের দাবী

বয়স মাত্র কুড়ি,

বিশ বছর কমিয়ে বলে

ষাট বছরের বুড়ি!

৯৮ তে এস.এস.সি দিল

দু' সন্তানের মাতা সে,

বলল সেদিন "বয়স কত?

পড়ল সবে আটাশে!"

ছেলে পড়ছে ক্লাস এইটে

মেয়ে পড়ে ফোরে,

ওনার নাকি মাত্র পঁচিশ

কী শোনাইল মোরে!

ওদের হিসেব মিলিয়ে যদি

নিজের বয়স ভাবি,

এখনো আছি মায়ের পেটে

জন্ম নেইনি আভি!!!

বিষয়: সাহিত্য

১১৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224056
২১ মে ২০১৪ সকাল ০৮:৪৬
হতভাগা লিখেছেন : মেয়েরা সাধারনত বয়স লুকায় ।

বিয়ে হয়ে যাবার পর তো বয়স লুকানোর কোন মানে হয় না ।

গ্রামের যে কোন ৪০ উর্ধ্ব মহিলাকে যদি তার বয়স জিজ্ঞাসা করা হয় তখন সবারই একটা কমন বয়স বলার অভ্যাস আছে - ৩৫ বছর ।

২২ মে ২০১৪ রাত ১০:৩৫
172066
লালসালু লিখেছেন : ওরা আসলেই হতভাগা
224065
২১ মে ২০১৪ সকাল ০৯:৫২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বয়স লুকিয়ে তাদের কি হয় ফায়দা,
তবু তারা খুকী সাজে করে নানান কায়দা।
224100
২১ মে ২০১৪ সকাল ১১:৫৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমার বয়স এখনো -২০ বছর। আগামী বিশ বছর পর আামার জন্ম অইবো। পাত্রী চাই।
224117
২১ মে ২০১৪ দুপুর ০১:০৯
ভিশু লিখেছেন : 'মেয়ে'দের বয়স কম হলেও 'বউ'দের বয়স একটু বেশীই ভালো!
224121
২১ মে ২০১৪ দুপুর ০১:১৫
দুষ্টু পোলা লিখেছেন : খাইছে Love Struck Love Struck Love Struck
288109
২৬ নভেম্বর ২০১৪ রাত ০২:১৮
জোনাকি লিখেছেন : Applause Applause Thumbs Up Thumbs Up
333528
০৪ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৭
আমিন লস্কর লিখেছেন : বিবাহিতদের বয়স লুকানো উচিৎ না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File