নদী কাব্য
লিখেছেন লিখেছেন লালসালু ০৩ মে, ২০১৪, ০৬:৪৮:১৪ সন্ধ্যা
নদী কাব্য
পদ্মা এখন ধুধু মরু
মেঘনা হয়েছে সরু,
যমুনা নদীর চরের উপর
হেঁটে বেড়ায় গরু।
তিস্তা নদীতে পানি আসে
মমতা দিদির কৃপায়,
বুড়িগঙ্গা ধ্বংস হয়েছে
ঢাকার মাইনকা চিপায়।
তুরাগ নদীর দূষিত পানি
গন্ধে টেকা দায়,
রূপসার সেই রূপের বাহার
কোথায় গেল হায়!
গুম খুনের গোপন সাক্ষী
শীতলক্ষ্যা নদী,
বেশি কথা বলতে মানা
গুম হয়ে যাই যদি।
বিষয়: বিবিধ
৯১২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চীনাবাদাম চাষ করে মোরা ডলার আনিব ঘরে৷
মন্তব্য করতে লগইন করুন