নারীদের জন্য মানানসই চাকরি

লিখেছেন লিখেছেন লালসালু ৩০ মার্চ, ২০১৪, ১২:৩৪:৫৫ দুপুর

নারীদের জন্য মানানসই চাকরি

কিছু কিছু চাকরি আছে যা নারীদের জন্য মানানসই। এর মধ্যে একটা হল শিক্ষকতা। শিক্ষকতা করে দেখেছি এতে অনেক ধৈর্য লাগে আর এটাও খেয়াল করেছি ‘ধৈর্য লাগে’ টাইপের কাজগুলো একমাত্র নারীরাই করতে পারে। পুরুষের ধৈর্য অনেক কম থাকে। এই কারনে বিভিন্ন স্কুলে নারী শিক্ষকের চাহিদা বেশি।

টেক্সটাইল মিলের ল্যাব সেকশনে নারীদের চাহিদা বেশি। বাংলাদেশের যত ল্যাব আছে সব ল্যাবেই নারীরা কাজ করছে। ল্যাবের কাজে অনেক ধৈর্য লাগে বিশেষ করে ‘কালার ম্যাচিং’ করতে হয় যেসব ল্যাবে সেসব ল্যাবে নারী ছাড়া কাজ করানো সম্ভব নয়।

সরকারী আমলা পদে যেসব নারীদের দেখেছি তাদের মধ্যে খুব কম সংখ্যক দেখেছি ঘুষ খেতে। বেশিরভাগ নারীদেরই চাহিদা কম। যেসব সেক্টরে ঘুষ দুর্নীতি বেশি সেইসব সেক্টরে নারীদের নিয়োগ করলে আশা করি ঘুষের পরিমান অনেক কমে যাবে।

এছাড়া অনেক সেক্টর আছে যেখানে নারীদের চাহিদা বেশি।

স্বল্প শিক্ষিত নারীদের জন্য সেরা জায়গা হল গার্মেন্টস ফ্যাক্টরি। গার্মেন্টস ফ্যাক্টরির বেশিভাগ পএ নারী নিয়োগ দেয়া হয়।

ডিসক্লেইমারঃ আমি সাধারনত এই ধরনের স্টেটাস দেই না। গত দুই দিন বিভিন্ন কর্মস্থলে নারীদের তেতুল হিসেবে ব্যাবহার নিয়ে লিখেছি তাতে অনেকে মনে করেছেন আমি নারীদের ঢালাওভাবে ‘তেতুল’ ডেকেছি। সব নারী ‘তেতুল’ না। আমরা যদি নারীদের যথাযথ মর্যাদার আসনে বসাই তাহলে ‘তেতুলের’ প্রয়োজন থাকবে না।

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200214
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৩
প্রেসিডেন্ট লিখেছেন : হুম, ব্যালান্স করলেন। Happy Happy
200236
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:২৪
সুমাইয়া হাবীবা লিখেছেন : বুঝলাম। Happy
200251
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আপনার জ্ঞানতো হেব্বি!
200280
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:৩২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মাগার মুই তো একডু ব্যতিক্রম দেখতে পেলুম। এক্কান মেয়েকে হেব্বি ঘুষ খেতে দেখলুম।
200387
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : Rose Rose Rose Rose
200463
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সরকারি আমলা পদে নারি পুরুষ সবাই সমান।
শিক্ষকতা বিশেষ করে প্রাইমারি স্কুলে অবশ্যই নারিরা ভাল শিক্ষক হয়। সমস্যা নারিদের কাজ করায় নয় বরং সর্বক্ষেত্রেই সমান করা নিয়ে। নারি স্বাধিনতায় অগ্রগামি দেশগুলিতেও অনেক পেশা আছে যেখানে নারিদের নিয়োগ দেয়া হয়না। এমনকি মার্কিন সেনাবাহিনিতেও বেশ কিছু ট্রেড আছে যেখানে নারি নিযুক্ত করা হয়না।
200542
৩০ মার্চ ২০১৪ রাত ১১:৪২
সুশীল লিখেছেন : ইদানিং নারি নিয়ে গোবেষনা করচেন মনে হচ্চে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File