দুই বন্ধু ও ভালুক(বিপদেই বন্ধুর পরিচয় ।)

লিখেছেন লিখেছেন মদীনার আলো ৩১ মার্চ, ২০১৩, ০৯:৩৭:২৯ সকাল



একদিন দুই বন্ধু বনের পথ ধরে চলেছিল। চলতে চলতে তারা নানারকম গল্প করেছিল। এমন সময় পাশের জঙ্গল থেকে এক ভালুক পথের ওপর উঠে এল।

সামনে ভালুক দেখে প্রথম বন্ধু খুবই ভয় পেয়ে গেল। সে গাছে চড়তে জানত । তাই তাড়াতাড়ি ছুটে গিয়ে ঝটপট একগাছে চড়ে বসল। সঙ্গের বন্ধুর কি অবস্থা

হল একবার ফিরে ও তাকাল না।

দ্বিতীয় বন্ধু গাছে চড়তে জানত না। ভালুকের সঙ্গে লড়াই করে পেরে উঠবে না বুঝতে পেরে সে পথের ওপর মড়ার মত দমবন্ধ করে পড়ে রইল। সে শুনেছিল ভালুক

মরা মানুষ ছোঁয় না । ভালুক একটা মানুষকে মড়ার মত পড়ে থাকতে দেখে কাছে এসে মানুষটার নাক কান মুখ চোখ শুঁকে দেখল।

বারবার এমনি করে শুঁেক সে মানুষটাকে মৃত মনে করে নিজের পথে চলে গেল।

ভালুক জঙ্গলের ভেতরে চলে যাবার পর প্রথম বন্ধু গাছ থেকে নেমে এল। বন্ধুর কাছে অনেকণ মুখ রেখে মনে হল যেন কিছু বলছিল ?

দ্বিতীয় বন্ধু শরীর থেকে ধুলোবালি ঝাড়তে ঝাড়তে বলল, ভালুক আমার কানে কানে বলে গেল, বিপদের সময় যে বন্ধুকে ফেলে পালিয়ে যায়, তার সঙ্গে কখনো মিশবে না।

বিষয়: বিবিধ

৩৯৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File