ব্যাঙ ও ছেলেদের খেলা
লিখেছেন লিখেছেন মদীনার আলো ২৯ মার্চ, ২০১৩, ০৫:৫৯:৩৫ বিকাল
একদিন একদল ছেলে একটি ডোবার ধারে খেলা করছিল। খেলতে খেলতে তারা দেখতে পেল অনেকগুলো ব্যাঙ ডোবার জলে ভেসে রয়েছে।
ব্যাঙ দেখে ছেলেদের খুব আনন্দ হল। তারা মজা করার জন্য ঢিল কুড়িয়ে নিয়ে ডোবার জলে ছঁুঁড়তে আরম্ভ করল। এদিকে ঢিলের ঘা লেগে
ব্যাঙগুলি জখম হতে লাগল। কারো হাত ভাঙল, কারো পা ভাঙলÑকয়েকটা তো মারাই গেল। প্রানের ভয়ে ব্যাঙগুলো চারদিকে ছোটাছুটি করতে লাগল।
সেই সময় এক বুড়ো ব্যাঙ ছেলেদের ডেকে বলল, ভাই তোমার ডোবার জলে এমন করে ঢিল ছঁুঁড়ছ কেন? ছেলেরা বলল,দেখছ না,আমরা খেলা করছি।
বুড়ো ব্যাঙ বলল, ঢিল ছুঁড়ে তোমরা খেলছ বটে, আমরা কিন্তু ঢিলের চোট খেয়ে প্রাণে মারা যাচ্ছি।
নীতিকতা: সবলের রঙ্গ-তামাশা অনেক সময় দূর্বলের পীড়ার কারণ হয়ে দাড়ায়।
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন