দৃষ্টিশক্তি
লিখেছেন লিখেছেন মদীনার আলো ২৫ মার্চ, ২০১৩, ০১:১৯:৩০ দুপুর
একটা অন্ধ ছেলে তার মাথার টুপিটা (হ্যাট) তার পায়ের উপর রেখে একটা বাড়ির সিড়ির উপর বসে ছিল। ছেলেটার হাতে ছিল একটা চিহ্ন যাতে লেখা ছিলঃ “আমি একজন অন্ধ, দয়া করে সাহায্য করুন।” সেই টুপিটার মধ্যে ছিল অল্প কয়েকটা কয়েন। একজন লোক সেই অন্ধ ছেলেটার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার পকেট থেকে কিছু কয়েন বের করে টুপিটার মধ্যে রাখলেন। তারপর তিনি সেই চিহ্নটা নিলেন, সেটাকে ঘুরিয়ে দিয়ে তাতে কিছু কথা লিখলেন। তারপর তিনি সেটা আবার ছেলেটার হাতে ধরিয়ে দিলেন যাতে সবাই নতুন লেখাটা দেখতে পারে।
কিছুক্ষণের মধ্যেই টুপিটা টাকায় পূর্ণ হতে লাগল। অনেক লোকজনই এবার অন্ধ ছেলেটাকে টাকা দিচ্ছে। ঐদিন বিকেলে সেই লোকটি যিনি ছেলেটার হাতের চিহ্নটা পরিবর্তন করে দিয়েছিলেন, কি ব্যাপার ঘটল তা দেখতে এলেন। ছেলেটা লোকটির পায়ের আওয়াজ শুনেই তাকে চিনে ফেলল আর বলল, “আপনিই তো সেই যিনি আজ সকালে আমার হাতের চিহ্নটা পরিবর্তন করেছিলেন, তাই না? কি লিখেছিলেন তাতে?” লোকটি বললেন, “আমি শুধু সত্যি কথাটাই লিখেছিলাম। তোমার ওখানে যা লেখা ছিল সেটাই কিন্তু অন্যভাবে।” তিনি যা লিখেছিলেন তা ছিলঃ “আজকের দিনটি খুব সুন্দর, কিন্তু আমি তা দেখতে পারছি না।” আপনি কি মনে করেন প্রথম লেখাটা আর পরের লেখাটা একই কথা বলছিল?”
অবশ্যই দুটো লেখাই লোকজনদের বলছিল যে ছেলেটা অন্ধ। কিন্তু প্রথম লেখাটা শুধু এটাই বলছিল যে ছেলেটা অন্ধ। কিন্তু পরের লেখাটা লোকজনদের এটা বলছিল যে তারা কত সৌভাগ্যবান যে তারা অন্ধ নয়। তাহলে ২য় লেখাটার কার্যকারিতার ব্যাপারে আমাদের আশ্চর্য হওয়ার কিছু আছে কি?
“তিনিই তোমাদের জন্য সৃষ্টি করেছেন কান, চোখ ও অন্তর; তোমরা কৃতজ্ঞতা অল্পই করে থাক।” [সূরা আল-মু’মিনুন ৭৮]
আপনি কি আপনার দৃষ্টিশক্তির জন্য আল্লাহকে ধন্যবাদ দিয়েছেন?
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন