“যে ব্যক্তি দাবী করে যে, সে এই দুনিয়া ও তার স্রষ্টাকে একই সাথে ভালবাসে সে আসলে মিথ্যা কথা বলে।”ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)

লিখেছেন লিখেছেন মদীনার আলো ০৫ জুলাই, ২০১৪, ১১:১০:৪৩ সকাল

“… আমি পিতৃহীন ছিলাম, আমার মায়ের পক্ষে আমাকে কাগজ কিনে দেয়ার সামর্থ্য ছিলো না। আমি যখন হাড় পেতাম, তাতে লিখতাম।”

[জামি' বায়ান-আল-'ইলম, ১৫৭]

“যেকথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না এবং যা কিছু আমার পাওয়া হয়না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিলো না।”

– ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)

“যাকে আল্লাহভীতি দান করে সম্মানিত করা হয়নি তার আর কোনো সম্মানই নেই।”

– ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)

“তাহাজ্জুদের সময়ে করা দু’আ হলো এমন একটি তীরের মতন যা লক্ষ্যভ্রষ্ট হয় না।”

– ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)

দায়িত্ব বেড়ে যাবার আগেই তোমার ইবাদাতের পরিমাণ বাড়িয়ে দাও। কেননা একদিন এমন সময় আসবে যখন যথেষ্ট ইবাদাত করার মতন সময় পাবে না।”

— ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)

[সিয়ার, ভলিউম ১০, পৃ ৪৯

“কোন ব্যক্তি যদি জ্ঞানী হয় তাহলে নিজের পাপগুলোর ব্যাপারে উদ্বেগ তাকে অন্যদের দোষ-ত্রুটি ধরা থেকে বিরত রাখবে।”

— ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)

“একজন একনিষ্ঠ বন্ধু এবং নির্ভুল ঔষধ খুব কমই খুঁজে পাওয়া যায়। খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না।”

– ইমাম শাফি’ঈ

“তিনিই জ্ঞানবান যার মন তাকে সকল বেইজ্জতি থেকে নিয়ন্ত্রিত রাখে।”

— ইমাম শাফিঈ

“যে আপনার জন্য অন্যদের নামে গীবত করে,

সে আপনার নামেও অন্যদের কাছে গীবত করবে।”

— ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)

“তোমরা কি দেখ না সিংহ কেমন নিশ্চুপ হয়ে থাকে তবু সবাই তাকে ভয় করে, কুকুর তো সবসময় ঘেউ ঘেউ করে এবং সবাই তাকে ঘৃণা করে।”

— ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)

“কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তাদের চরিত্র তাদের আজো বাঁচিয়ে রেখেছে, আর কিছু মানুষ বেঁচে আছে কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে।”

—- ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)

“কেউ বন্ধু হওয়ার একটি প্রমাণ হচ্ছে তার বন্ধুটির যে বন্ধু থাকে তারও বন্ধু হওয়া।”

— ইমাম শাফি’ঈ (রাহিমাহুল্লাহ)

“হাজার জন জ্ঞানীর সাথে যুক্তিতর্কে হয়তো আমি জিতে যাব, কিন্তু একজন মূর্খের সাথে আমি কখনোই পেরে উঠবো না।”

– ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)

“যে ব্যক্তি দাবী করে যে, সে এই দুনিয়া ও তার স্রষ্টাকে একই সাথে ভালবাসে সে আসলে মিথ্যা কথা বলে।”

–– ইমাম শাফি’ঈ (রাহিমাহুল্লাহ)

“আল্লাহকে যারা ভালোবাসেনা, তাদেরকে ভালোবাসবেন না।

তারা যদি আল্লাহকে ছেড়ে থাকতে পারে, তারা আপনাকে ছেড়ে চলে যাবে।”

– ইমাম শাফিঈ (রহিমাহুল্লাহ)

সংগৃহীত

বিষয়: বিবিধ

১৪০৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241859
০৫ জুলাই ২০১৪ সকাল ১১:১২
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
242706
০৭ জুলাই ২০১৪ রাত ১১:৩৯
মাটিরলাঠি লিখেছেন :
Rose Rose Rose Rose
সুন্দর শেয়ার। "দায়িত্ব বেড়ে যাবার আগেই তোমার ইবাদাতের পরিমাণ বাড়িয়ে দাও। কেননা একদিন এমন সময় আসবে যখন যথেষ্ট ইবাদাত করার মতন সময় পাবে না।” -খুবই সত্য কথা।

জাজাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File